Tuesday, December 24, 2024
Homeসংবাদ ও প্রেস বিজ্ঞপ্তিপার্টি ও সংগঠন সংবাদজি আর কে স্কুলের সামনে ফুটওভারব্রিজ নির্মাণের দাবিতে মেয়রকে স্মারকলিপি

জি আর কে স্কুলের সামনে ফুটওভারব্রিজ নির্মাণের দাবিতে মেয়রকে স্মারকলিপি

জি আর কে স্কুলের সামনে ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে মেয়রকে স্মারকলিপি প্রদান করে গোসাইলডাঙ্গা ফুটওভার ব্রীজ বাস্তবায়ন কমিটি। গোসাইলডাঙ্গা ফুটওভারব্রিজ বাস্তবায়ন কমিটির উদ্যোগে ২৪ এপ্রিল বেলা ১২টায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়রকে গণস্বাক্ষরসহ স্মারকলিপি প্রদান করা হয়। গোসাইলডাঙ্গা জি আর কে স্কুলের সামনে ফুটওভারব্রিজ নির্মাণের দাবিতে এলাকাবাসীর পক্ষ থেকে এ স্মারকলিপি প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন এলাকার মহিলা কাউন্সিলর জান্নাতুল ফেরদাউস পপি, শিবু প্রসাদ চৌধুরী, বাবুল কান্তি দাশ, মাহফুজুর রহমান, বিশ্বজিৎ রঞ্জন খেলু, সুবীর চৌধুরী শানু, কাঞ্চন সরকার, বিভাস চৌধুরী, সুলাল বড়ুয়া, সত্যজিত ঘোষ, সুমন পাল, সঙ্গীত দত্ত, সজীব বিশ্বাস প্রমুখ।

স্মারকলিপি প্রদানপূর্ব সমাবেশে বক্তারা বলেন, শেখ মুজিব রোডের জি আর কে স্কুলের সামনের রাস্তাটি একটি ব্যস্ততম সড়ক। প্রতিদিন এ সড়ক দিয়ে হাজারো ভারী যানবাহন চলাচল করে। এ সড়কের উভয় পাশে প্রায় পাঁচ হাজারের অধিক মানুষের বসবাস। এ সড়ক পার হয়ে স্কুল ছাত্রদের যাতায়াত করতে হয়। এছাড়া এখানে কয়েকটি মন্দির অবস্থিত হওয়ায় বিভিন্ন পূজা-পার্বণে প্রচুর লোকসমাগম হয় বিধায় জীবনের ঝুঁকি নিয়ে পথচারী ও এলাকাবাসীকে এ রাস্তা পারাপার হতে হয়। বিশেষ করে শিশু-কিশোর, স্কুল ছাত্ররা ও বৃদ্ধরা প্রচণ্ড ঝুঁকির মধ্যে রাস্তা পারাপার হয়। এ সড়ক পার হতে গিয়ে গত কয়েক বছরে প্রায় ১৫ জনের অধিক মানুষ সড়ক দুর্ঘটনায় মারা গেছে। সর্বশেষ গত ১১ এপ্রিল স্থানীয় বাসিন্দা দীপক চৌধুরীর মর্মান্তিক মৃত্যুতে এলাকাবাসী ক্ষুদ্ধ হয়ে রাস্তা অবরোধ করলে সিটি কর্পোরেশনের উদ্যোগে স্পীডব্রেকার নির্মাণ করা হয়। এতে ঝুঁকি কিছুটা কমলেও এখনো মানুষের চলাচল সম্পূর্ণ নিরাপদ নয়। তাই উক্ত সড়কে একটি ফুটওভারব্রিজ নির্মাণ অনেক মানুষকে অকাল মৃত্যুর হাত থেকে রক্ষা করবে।এলাকাবাসীর পক্ষ থেকে ফুটওভারব্রিজ নির্মাণের দাবিতে এলাকায় গণস্বাক্ষর সংগ্রহ করা হয়।

RELATED ARTICLES

আরও

Recent Comments