Tuesday, December 24, 2024
Homeসংবাদ ও প্রেস বিজ্ঞপ্তিপার্টি ও সংগঠন সংবাদডিজিটাল ওজন যন্ত্র চালু, সমকাজে সম মজুরি ও নিরিখের অতিরিক্ত পাতার দ্বিগুণ...

ডিজিটাল ওজন যন্ত্র চালু, সমকাজে সম মজুরি ও নিরিখের অতিরিক্ত পাতার দ্বিগুণ মজুরি নির্ধারণের দাবিতে মালনীছড়া চা-বাগানে মানববন্ধন অনুষ্ঠিত

ডিজিটাল ওজন যন্ত্র চালু, সমকাজে সম মজুরি ও নিরিখের অতিরিক্ত পাতার দ্বিগুণ মজুরি নির্ধারণের দাবিতে বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশন মালনীছড়া চা বগান শাখার উদ্দ্যোগে ২২ এপ্রিল ’১৪ সকাল ৭টায় মালনীছড়া চা-বাগান অফিসের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন চলাকালে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন চা শ্রমিক ফেডারেশন মালনীছড়া চা বাগান শাখার আহ্বায়ক সন্তোষ নায়েক এবং পরিচালনা করেন বচন কালোয়ার। সমাবেশে বক্তব্য রাখেন চা শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হৃদেশ মুদি, বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশন সিলেট জেলার সাধারণ সম্পাদক সুশান্ত সিনহা সুমন, বীরেন সিং, সন্তোষ বাড়াইক, আশা সবর, সাধনা কালোয়ার, অজিত দাস, অবলা বাউরি প্রমুখ।Tea Fedaration-22.04

সমাবেশে বক্তরা বলেন, চা বাংলাদেশের অন্যতম প্রধান অর্থকরী ফসল। আর এই চা তৈরি হয় চা শ্রমিকদের রক্তে ঘামে। কিন্তু কেমন আছেন চা শ্রমিকরা ? সীমাহীন দারিদ্র্য ও পুষ্টিহীনতার শিকার এই অবহেলিত জনগোষ্ঠি। মালনীছড়া বাগানও এর বাইরে নয়। উদয়াস্ত পরিশ্রমের পর মাত্র ৬৯ টাকা মজুরি দিয়ে ন্যূনতম পুষ্টির চাহিদা পূরণ তো দূরের কথা ক্ষুধার অন্নটুকু পর্যন্ত জোটে না। এর সাথে রোগ বালাই তো লেগেই আছে। আবার  মালনীছড়া, তারাপুর ও হিলুয়াছড়া চা বাগানে ডিজিটাল যন্ত্র না থাকার কারণে মা বোনেরা এত কষ্টের বিনিময়ে তোলা চা-পাতার সঠিক ওজন থেকে বঞ্চিত হচ্ছে। টেম্পরারি শ্রমিকরা পার্মানেন্ট শ্রমিকদের মতো একই কাজ করার পরও কম মজুরি দিয়ে তাদের ঠকানো হচ্ছে । শ্রম আইন অনুযায়ী অতিরিক্ত কাজের জন্য দ্বিগুণ মজুরি নির্ধারিত থাকলেও নিরিখের অতিরিক্ত চা পাতার দ্বিগুণ মজুরি দেয়া হচ্ছে না। নেতৃবৃন্দ ডিজিটাল যন্ত্র চালু, সমকাজে সম মজুরি ও নিরিখের অতিরিক্ত পাতার দ্বিগুণ মজুরি আদায়ের জন্য ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান। এছাড়া সমাবেশ থেকে বিভাগীয় স্টেডিয়ামের রাস্তা সম্প্রসারণের নামে ও বহুজাতিক কোম্পানি শেভরন-এর আক্রমণে লাক্কাতুরা চা বাগানের শ্রমিকদের উচ্ছেদ করার বিরুদ্ধেও সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

RELATED ARTICLES

আরও

Recent Comments