Wednesday, December 25, 2024
Homeসংবাদ ও প্রেস বিজ্ঞপ্তিপার্টি ও সংগঠন সংবাদঢাকায় মিছিল-সমাবেশের উপর নিষেধাজ্ঞায় কমরেড মুবিনুল হায়দার চৌধুরীর নিন্দা-ক্ষোভ

ঢাকায় মিছিল-সমাবেশের উপর নিষেধাজ্ঞায় কমরেড মুবিনুল হায়দার চৌধুরীর নিন্দা-ক্ষোভ

gb}commpবাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী)-র কেন্দ্রীয় কার্য পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক কমরেড মুবিনুল হায়দার চৌধুরী এক বিবৃতিতে আগামীকাল ৫ জানুয়ারি ’১৫ রাজধানী ঢাকায় সকল ধরনের মিছিল-সমাবেশের উপর নিষেধাজ্ঞা আরোপের সরকারি সিদ্ধান্তের তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়েছেন।

বিবৃতিতে তিনি বলেন, গায়ের জোরে একতরফা নির্বাচনের মাধ্যমে অগণতান্ত্রিকভাবে ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতৃত্বে মহাজোট সরকার গত এক বছর ধরে যেভাবে ফ্যাসিবাদী কায়দায় দেশ শাসন করছে, এ ঘটনা তাকে চূড়ান্তভাবে উন্মোচিত করেছে। মতপ্রকাশের স্বাধীনতা, সভা-সমাবেশের অধিকার হরণের পদক্ষেপ জনগণের ন্যূনতম গণতান্ত্রিক অধিকারের প্রতি আঘাত স্বরূপ। ফলে দেশের গণতান্ত্রিক রাজনৈতিক শক্তিসহ সর্বস্তরের জনগণকে এ স্বৈরাচারী পদক্ষেপের বিরুদ্ধে আন্দোলনে সামিল হতে হবে। বিবৃতিতে তিনি সরকারের প্রতি অবিলম্বে এ সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান।

RELATED ARTICLES

আরও

Recent Comments