Saturday, December 28, 2024
Homeসংবাদ ও প্রেস বিজ্ঞপ্তিপার্টি ও সংগঠন সংবাদঢাকা বিশ্ববিদ্যালয়ে নারী লাঞ্ছনার প্রতিবাদে রংপুরে মানববন্ধন-সমাবেশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে নারী লাঞ্ছনার প্রতিবাদে রংপুরে মানববন্ধন-সমাবেশ

SAM_Rangpur

১৮ এপ্রিল সকাল ১১টায় প্রেসক্লাব চত্ত্বরে পহেলা বৈশাখে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় নারী লাঞ্ছনার প্রতিবাদে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ও বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের উদ্যোগে মানববন্ধন-সমাবেশ অনুষ্ঠিত হয়। ছাত্র ফ্রন্ট জেলা সভাপতি আহসানুল আরেফিন তিতুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী) জেলা সমন্বয়ক কমরেড আনোয়ার হোসেন বাবলু, জেলা সদস্য পলাশ কান্তি নাগ, ছাত্র ফ্রন্ট জেলা ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রোকনুজ্জামান রোকন, নারীমুক্তি কেন্দ্র রংপুর জেলার অর্থ সম্পাদক কামরুন্নাহার খানম শিখা এ ছাড়াও উপস্থিত ছিলেন ছাত্র ফ্রন্ট কারমাইকেল কলেজ সভাপতি আবু রায়হান বকসি, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় এর আহবায়ক মনোয়ার হসেন।

নেতৃবৃন্দ,অবিলম্বে সিসি ক্যামেরায় চিহ্নিতসহ সকল অপরাধীকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এছাড়া দায়িত্বহীন পুলিশ সদস্য ও মদতদাতা বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদেও উপযুক্ত বিচারের মুখোমুখি করার জন্য সরকারের প্রতি আহবান জানান।

RELATED ARTICLES

আরও

Recent Comments