Sunday, January 26, 2025
Homeসংবাদ ও প্রেস বিজ্ঞপ্তিপার্টি ও সংগঠন সংবাদঢাকা বিশ্ববিদ্যালেয়র রাষ্ট্রবিজ্ঞান বিভাগে বাণিজ্যিক সান্ধ্যকালীন কোর্স চালুর প্রতিবাদ

ঢাকা বিশ্ববিদ্যালেয়র রাষ্ট্রবিজ্ঞান বিভাগে বাণিজ্যিক সান্ধ্যকালীন কোর্স চালুর প্রতিবাদ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে ৯০,০০০ টাকা কোর্স ফি নির্ধারণ করে বাণিজ্যিক নাইট কোর্স চালুর সিদ্ধান্তের প্রতিবাদে সামজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ঢাবি শাখার উদ্যোগে ক্যাম্পাসে মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিল শেষে কলাভবনের সামনে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন ঢাবি ছাত্র ফ্রন্টের সভাপতি রাশেদ শাহরিয়ার, সহ-সভাপতি ইমা মজুমদার।

রাষ্ট্রবিজ্ঞান বিভাগে বাণিজ্যিক সান্ধ্যকালীন কোর্স চালুর প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ
রাষ্ট্রবিজ্ঞান বিভাগে বাণিজ্যিক সান্ধ্যকালীন কোর্স চালুর প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ

সমাবেশ থেকে বলা হয়, ৯০ হাজার টাকার বিনিময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে পাওয়া যাবে ‘মাস্টার্স ইন পলিটিক্যাল গভর্নেন্স স্টাডিজ’ নামের মাস্টার্স ডিগ্রি। পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো চলে এদেশের সাধারণ মানুষের ট্যাক্সের টাকায়। অথচ বাণিজ্যিক সান্ধ্যকোর্সের নামে বিশ্ববিদ্যালয়গুলোকে ধীরে ধীরে টাকার বিনিময়ে শিক্ষা বিক্রির প্রতিষ্ঠানে পরিণত করা হচ্ছে। শিক্ষার বাণিজ্যিকীকরণ হলে সাধারণ নিম্নবিত্ত-মধ্যবিত্ত মানুষের সন্তানেরাই উচ্চশিক্ষায় আসতে পারবে না, এটা মেনে নেয়া যায় না।

সমাবেশে বলা হয়, ইউজিসি’র পরামর্শ অনুসারে অর্থের বিনিময়ে সার্টিফিকেট বিক্রির সর্বনাশা পরিকল্পনা পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে বাস্তবায়ন করা হচ্ছে। এ প্রক্রিয়া চলতে থাকলে দেশের মানুষের সম্পদ ঢাকা বিশ্ববিদ্যালয়ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পরিণত হবে। শিক্ষার অধিকার হরণে শাসকশ্রেণীর শিক্ষা-ব্যবসার নীতির বিরুদ্ধে রুখে দাঁড়ানো আজ ছাত্র-শিক্ষক-অভিভাবক সবার নৈতিক দায়িত্ব।  সমাবেশ থেকে অবিলম্বে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে বাণিজ্যিক সান্ধ্যকালীন কোর্স চালুর পরিকল্পনা বাতিলের দাবি জানানো হয়।

RELATED ARTICLES

আরও

Recent Comments