Sunday, November 24, 2024
Homeসংবাদ ও প্রেস বিজ্ঞপ্তিপার্টি ও সংগঠন সংবাদতনুর দ্বিতীয় ময়নাতদন্ত রিপোর্ট প্রত্যাখ্যান করে সিলেটে বিক্ষোভ সমাবেশ

তনুর দ্বিতীয় ময়নাতদন্ত রিপোর্ট প্রত্যাখ্যান করে সিলেটে বিক্ষোভ সমাবেশ

তনু হত্যা নিয়ে প্রহসন বন্ধ কর

DSC_2596 copy

সোহাগী জাহান তনুর দ্বিতীয় ময়নাতদন্ত রিপোর্টে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য বাতিলের দাবি ও রিপোর্ট প্রত্যাখান ১৫ জুন বিকাল ৩ টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে বিক্ষোভ সমাবেশ করে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্র সিলেট জেলা শাখা। সংগঠন সিলেট জেলার সংগঠক তামান্না আহমদের সভাপতিত্বে এবং ইশরাত রাহী রিশতার পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন বাসদ (মার্কসবাদী) সিলেট জেলা শাখার সদস্য এডভোকেট হুমায়ুন রশীদ সোয়েব, নারী মুক্তি কেন্দ্রের সদস্য লক্ষ্মী পাল প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশন সিলেট জেলা শাখার সভাপতি সুশান্ত সিন্হা সুমন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সিলেট নগর শাখার সাধারণ সম্পাদক রুবাইয়াৎ আহমেদ।

সমাবেশে বক্তারা বলেন, ‘তনু হত্যাকান্ডের দ্বিতীয় ময়না তদন্ত প্রতিবেদন মিথ্যা ও বিভ্রান্তিকর। তনু হত্যাকান্ডের রহস্য উদ্ঘাটনে ব্যর্থ মেডিকেল বোর্ড যে প্রতিবেদন দিয়েছে তা প্রহসনমূলক এবং সিআইডি কর্তৃক প্রকাশিত ডিএনএ পরীক্ষা প্রতিবেদনের সাথে সাংঘর্ষিক। এই প্রতিবেদনের মাধ্যমে মেডিকেল বোর্ড অপরাধীদের ধরাছোঁয়ার বাইরেই রাখছে। প্রায় আড়াই মাস কালক্ষেপণের পর মেডিকেল বোর্ডের প্রধান কামদা প্রসাদ সাহার বক্তব্যও প্রহসনমূলক। অবিলম্বে এই বক্তব্য প্রত্যাহার এবং দ্বিতীয় ময়না তদন্ত রিপোর্ট বাতিল করে সঠিক রিপোর্ট জনগণের সামনে প্রকাশ করতে হবে। একই সাথে বার বার তদন্ত রিপোর্ট নিয়ে প্রহসনের কারণে কুমিল্লা মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগ ও মেডিকেল বোর্ডের প্রধান কামদা প্রসাদ সাহার দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। রিপোর্টে তনুকে যে ধর্ষন করা হয়েছে সে সম্পর্কে স্পষ্ট করে কিছু বলা হয়নি। এর কারন কি? এতদিন অপেক্ষা করে যে তদন্ত রিপোর্ট দেয়া হয়েছে তাতে তনু হত্যাকান্ডকে ধামাচাপা দেয়ার চেষ্টাই করা হয়েছে।’

বক্তাগণ তনু হত্যা নিয়ে প্রহসন বন্ধ করে অবিলম্বে তনু হত্যাসহ সকল নারী ও শিশু নির্যাতনের সুষ্ঠু বিচার দাবি করেন।

RELATED ARTICLES

আরও

Recent Comments