বাংলাদেশ নারী মুক্তি কেন্দ্র এবং সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে ২৭ মার্চ রবিবার সকাল ১০ টায় কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্রী সোহাগী জাহান তনু’র ধর্ষন ও হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে ১নং রেলগেটে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন বাসদ (মার্কসবাদী) গাইবান্ধা জেলা শাখার সদস্য সচিব কমরেড মজুর আলম মিঠু, বাংলাদেশ নারী মুক্তি কেন্দ্রের জেলা সভাপতি অধ্যাপক রোকেয়া খাতুন, সাধারণ সম্পাদক নিলুফার ইয়াসমিন শিল্পী, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জেলা শাখার সভাপতি শামীম আরা মিনা, সাধারণ সম্পাদক পরমানন্দ দাস।
বক্তাগণ বলেন, বিচারহীনতার সংস্কৃতির কারণে দেশে একের পর এক নারী নির্যাতন, ধর্ষণ ও হত্যার মত নৃশংস ঘটনা ঘটছে। রাষ্ট্রের মন্ত্রীরা তাদের বক্তব্যের মাধ্যমে লাঞ্চনাকারীদের মদদ দিয়েছে, পৃষ্ঠপোষকতা দান করছেন। অবিলম্বে সোহাগী জাহান তনু’র ধর্ষন ও হত্যাকারীদের গ্রেফতার এবং দৃষ্টান্তমুলক শাস্তির দাবী জানান। এছাড়া গাইবান্ধা জেলার খোলাহাটী ও রামচন্দ্রপুর ইউনিয়নে গাড়ী থেকে দুই নারীকে নামিয়ে রাতভর গণধর্ষণ কারীদের গ্রেফতার ও শাস্তির দাবী জানান। গাইবান্ধা সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রীদের যৌন নির্যাতনের ঘটনায় বক্তাগণ গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং যথাযথ তদন্তের মাধ্যমে দোষীদের সনাক্ত করে শাস্তির দাবী করেন। বক্তাগন এ সমস্ত ঘটনার প্রতিরোধে সর্বস্তরের জনগনকে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহবান জানান।