বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী) রংপুর জেলা শাখার উদ্যোগে ০২ ডিসেম্বর ২০১৫ তিস্তার পানির ন্যায্য হিস্যা আদায়, তিস্তা সেচ প্রকল্পের আওতাধীন ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ ও সেচ প্রকল্প সচল করার দাবিতে প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
বাসদ (মার্কসবাদী) রংপুর জেলার সমন্বয়ক কমরেড আনোয়ার হোসেন বাবলু উক্ত সমাবেশে সভাপতিত্ব করেন। বক্তব্য রাখেন জেলা সদস্য আহসানুল আরেফিন তিতু, রোকনুজ্জামান রোকন প্রমূখ।
কমরেড আনোয়ার হোসেন বাবলু তার বক্তব্যে বলেন, ভারত আন্তর্জাতিক নদী আইনের তোয়াক্কা না করে একতরফাভাবে তিস্তার পানি প্রত্যাহার করে উত্তরবঙ্গকে মরুভূমি করার চক্রান্ত বাস্তবায়ন করছে। আর নতজানু আওয়ামী সরকার ভারতের তোষণনীতি অবলম্বন করেছে। তিনি বলেন, দেশের স্বার্থে অবিলম্বে আন্তর্জাতিক ফোরামে বিষয়টি নিয়ে সোচ্চার হওয়ার জন্য দাবি জানান।