Thursday, January 23, 2025
Homeসংবাদ ও প্রেস বিজ্ঞপ্তিপার্টি ও সংগঠন সংবাদতিস্তার পানির ন্যায্য হিস্যার দাবীতে পররাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে বিক্ষোভ

তিস্তার পানির ন্যায্য হিস্যার দাবীতে পররাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে বিক্ষোভ

ভারত তোষণ নীতি পরিহার করে পানি আদায়ের জন্য আন্তর্জাতিক উদ্যোগ গ্রহণের আহ্বান

10155932_820963647917902_738974760737689284_n

১৬ এপ্রিল ২০১৪ বুধবার বেলা সাড়ে ১১টায় গণতান্ত্রিক বাম মোর্চার উদ্যোগে তিস্তার পানির ন্যায্য হিস্যার আদায়ের দাবীতে প্রেসক্লাব থেকে পররাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে বিক্ষোভ কর্মসূচী অনুষ্ঠিত হয়। বিক্ষোভ কর্মসূচীতে সভাপতিত্ব করেন গণতান্ত্রিক বাম মোর্চার সমন্বয়ক ও ইউনাইটেড কমিউনিস্ট লীগের সম্পাদকমন্ডলীর সদস্য অধ্যাপক আব্দুস সাত্তার। বক্তব্য রাখেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, বাসদ কনভেনশন প্রস্তুতি কমিটির সদস্য শুভ্রাংশু চক্রবর্তী, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু, ইউনাইটেড কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় নেতা আজিজুর রহমান, সমাজতান্ত্রিক আন্দোলনের আহ্বায়ক হামিদুল হক প্রমুখ।

10262180_869580016401567_8366130617801636041_nবিক্ষোভ কর্মসূচীতে বক্তারা বলেন, তিস্তা নদীর উজানে ভারত একতরফা অন্যায়ভাবে বাঁধ দিয়ে পানি প্রত্যাহার করে নিয়েছে। এর ফলে তিস্তার বাংলাদেশ অংশে কোন পানি নেই। তিস্তা নদী এখন বালুময় হয়ে গেছে। তিস্তার অববাহিকায় নীলফামারী, রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধা, বগুড়ার কৃষকরা এবার পানির অভাবে বোরো আবাদ করতে পারেনি। আবাদের চেষ্টা করেও ব্যর্থ হয়েছে তারা। তাদের প্রায় ৩০০ কোটি টাকার ক্ষতি হয়েছে। এছাড়া কয়েক লক্ষ জেলে ও মৎস্যজীবী বেকার হয়ে পড়েছে। সারা উত্তরবঙ্গে কৃষকদের মধ্যে হাহাকার ও বিপর্যয় নেমে এসেছে। কিন্তু সরকার তিস্তার পানির ন্যায্য হিস্যা আদায়ে কোন কার্যকর উদ্যোগ গ্রহণ করেনি। অভিন্ন ৫৪টি নদীর পানি একইভাবে একতরফাভাবে ভারত প্রত্যাহার করে নিচ্ছে। এসবই হচ্ছে বাংলাদেশের ক্ষমতাসীন শেখ হাসিনার সরকারের নতজানু নীতি ও ভারত তোষণ নীতির ফলে। আমরা অবিলম্বে ভারত সরকারকে একতরফা পানি প্রত্যাহার বন্ধ করে পানির ন্যায্য হিস্যা প্রদানের জন্য আহ্বান জানাই। অন্যদিকে বাংলাদেশ সরকারকে ভারতের সাথে নতজানু পররাষ্ট্রনীতি পরিহার করে স্বাধীন পররাষ্ট্রনীতির ভিত্তিতে দৃঢ় অবস্থান নিয়ে পানি আদায়ের জন্য সকল ধরনের তৎপরতা চালাতে অনুরোধ জানিয়েছে। এছাড়া ভারতের এই একতরফা পানি প্রত্যাহারের বিষয়টি জাতিসংঘসহ আন্তর্জাতিক ফোরামে তুলে ধরার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে। পাশাপাশি বাংলাদেশের জনগণকে ভারতের সাথে পানির ন্যায্য হিস্যা আদায়সহ অন্যান্য অমিমাংসীত বিষয়ের সমাধানের জন্য তীব্র ও লাগাতার আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান বক্তারা।

10014537_869579896401579_4524562145730701634_n-2আগামী মে মাসের ৩য় সপ্তাহে ভারতের সাথে পানির ন্যায্য হিস্যা আদায়ের জন্য গণতান্ত্রিক বাম মোর্চা জাতীয় কনভেনশন আহ্বান করেছে এবং এই কনভেনশন উপলক্ষে দেশের সকল জেলায় গণতান্ত্রিক বাম মোর্চা সভা-সমাবেশ ও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষদের সাথে মতবিনিময় করবে। তারপরে বৃহত্তর আন্দোলনের কর্মসূচী ঘোষণা করবে।

RELATED ARTICLES

আরও

Recent Comments