Tuesday, December 24, 2024
Homeসংবাদ ও প্রেস বিজ্ঞপ্তিপার্টি ও সংগঠন সংবাদতিস্তার পানির ন্যায্য হিস্যার দাবিতে ১৯ ফেব্রুয়ারি রোডমার্চ

তিস্তার পানির ন্যায্য হিস্যার দাবিতে ১৯ ফেব্রুয়ারি রোডমার্চ

Basod (Marxist) Press Conference Pic....27-1-15

তিস্তাসহ সকল অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যা আদায় ও তিস্তা সেচ প্রকল্পের আওতাধীন সকল জমিতে পানি সরবরাহের দাবিতে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী) রংপুর ও রাজশাহী বিভাগের উদ্যোগে আগামী ১৯ ফেব্রুয়ারি রংপুর- তিস্তা ব্যারেজ অভিমুখে রোডমার্চের কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

২৭ জানুয়ারি মঙ্গলবার সকাল ১১টায় জি.এল.রায় রোডস্থ সাম্যবাদ কার্যালয়ে বাসদ (মার্কসবাদী) রংপুর ও রাজশাহী বিভাগের আয়োজনে এক সংবাদ সম্মেলনে উক্ত কর্মসূচি ঘোষণা করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাসদ (মার্কসবাদী) রংপুর বিভাগীয় সংগঠক কমরেড মঞ্জুর আলম মিঠু। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাসদ (মার্কসবাদী) কেন্দ্রীয় কার্য পরিচালনা কমিটির সদস্য কমরেড শুভ্রাংশু চক্রবর্ত্তী, রংপুর জেলা সমন্বয়ক কমরেড আনোয়ার হোসেন বাবলু, দিনাজপুর জেলা সমন্বয়ক কমরেড রেজাউল ইসলাম সবুজ, রংপুর জেলা কমিটির সদস্য কমরেড পলাশ কান্তি নাগ প্রমুখ।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে উল্লেখ করা হয়, ভারত সরকার আন্তর্জাতিক আইন ও রীতিনীতি লংঘন করে বাংলাদেশের প্রায় সব কয়টি নদীর উজানে একতরফা পানি প্রত্যাহার করছে। ফলে সেচ মওসুমে তীব্র পানি সংকট, আবার বর্ষা মওসুমে ভয়াবহ বন্যা বাংলাদেশের জন্য নিত্যঘটনা হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশের চতুর্থ বৃহত্তম নদী তিস্তার উজানে গজলডোবায় বাঁধ দিয়ে শুকনো মওসুমে ভারত কর্তৃক একতরফা পানি প্রত্যাহারের ফলে আমাদের দেশের নীলফামারী, রংপুর, দিনাজপুর, লালমনিরহাটসহ গোটা উত্তরাঞ্চল আজ মারাত্মক বিপর্যয়ের মুখোমুখী, মরুকরণের ঝুঁকিতে সমগ্র অঞ্চল। তিস্তা সেচ প্রকল্পের আওতাধীন ১ লক্ষ ১১ হাজার ৪৬০ হেক্টর জমির বেশীরভাগই গতবছর সেচ সুবিধা পায়নি, এ বছরও পাবে কিনা সেই আশংকায় দিন কাটাচ্ছে কৃষকরা। অন্যদিকে বর্ষার সময় এক সাথে সবগুলো গেট খুলে দেয় ফলে বিপুল পানির স্রোতে ঘরবাড়ি, ফসলের ক্ষেত ডুবে যায়। নদীর ভাঙনে জমি-বসতবাটি-হাট-বাজার-স্কুল নিশ্চিহ্ন হয়ে যায়। তিস্তা আজ আমাদের আর্শীবাদ না হয়ে, হয়েছে অভিশাপ।

এ অবস্থা থেকে বাঁচার একমাত্র পথ তিস্তাসহ অভিন্ন সকল নদীর পানির ন্যায্য হিস্যা আদায়। কিন্তু আমাদের নতজানু শাসকশ্রেণীর প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দলগুলোর জোট এবং মহাজোট কেউই পানির ন্যায্য হিস্যা আদায় করতে পারেনি। ক্ষমতায় টিকে থাকা এবং যাওয়ার অসুস্থ প্রতিযোগীতায় ওরা বর্তমানে গোটা দেশের জনগণকে জিম্মি করেছে। যে কোনো মূল্যে ক্ষমতায় টিকে থাকার প্রয়োজনে সরকার পক্ষ দমন-পীড়নসহ ক্রমাগত ফ্যাসিবাদী শাসন কায়েম করছে। অপর দিকে বিরোধী পক্ষ ক্ষমতায় যাওয়ার জন্য আন্দোলনের নামে সন্ত্রাস, সহিংসতা, গুপ্ত হামলা অগ্নিসংযোগ ইত্যাদির মাধ্যমে জনজীবন বিপর্যস্ত করে তুলেছে। এদের উপর নির্ভর করে জনজীবনের কোনো সংকট যেমন সমাধান সম্ভব নয়, তেমনি পানির ন্যায্য হিস্যা আদায় করাও সম্ভব নয়। গণআন্দোলনের পথে জনগণের ঐক্যবদ্ধ লড়াই সংগ্রামই পারে পানির ন্যায্য হিস্যা আদায় করতে।

সে আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে বাসদ (মার্কসবাদী) রংপুর ও রাজশাহী বিভাগের উদ্যোগে আগামী ১৯ ফেব্রুয়ারি রংপুর থেকে তিস্তা ব্যারেজ অভিমুখে রোডমার্চের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। ১৯ ফেব্রুয়ারি সকাল ১০টায় রংপুর প্রেসক্লাব চত্বর থেকে রোডমার্চের কর্মসূচি শুরু হবে এবং বিকেল ৩টায় নীলফামারির জলঢাকায় সমাপনী সমাবেশ অনুষ্ঠিত হবে।

সংবাদ সম্মেলন থেকে তিস্তার পানির ন্যায্য হিস্যা আদায়ের দাবিতে রোডমার্চ কর্মসূচি সফল করার জন্য সমাজের সর্বস্তরের মানুষের প্রতি উদাত্ত আহবান জানানো হয়।

RELATED ARTICLES

আরও

Recent Comments