Thursday, December 26, 2024
Homeসংবাদ ও প্রেস বিজ্ঞপ্তিপার্টি ও সংগঠন সংবাদদিনাজপুরে মন্দিরে হামলা ও মুজাহিদুল ইসলাম সেলিমকে প্রাণনাশের হুমকির নিন্দা

দিনাজপুরে মন্দিরে হামলা ও মুজাহিদুল ইসলাম সেলিমকে প্রাণনাশের হুমকির নিন্দা

IMG_2664বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী) সাধারণ সম্পাদক কমরেড মুবিনুল হায়দার চৌধুরী ৬ ডিসেম্বর ২০১৫ এক বিবৃতিতে দিনাজপুরে কান্ত জিউ মন্দিরে যাত্রা প্যান্ডেলে বোমা হামলায় হতাহতের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার দাবি করেছেন। একইসাথে তিনি বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি কমরেড মুজাহিদুল ইসলাম সেলিমকে গতকাল ই-মেইলযোগে প্রাণনাশের হুমকি প্রদানকারীদের অবিলম্বে চিহ্নিত করে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন এবং তাঁর নিরাপত্তার ব্যবস্থা করতে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন।

বিবৃতিতে তিনি বলেন, সমাজে নিরাপত্তাহীনতার বোধ ছড়িয়ে পড়ার দায় সরকারকেই নিতে হবে। দেশে ব্লগার-লেখক-প্রকাশক-বিদেশি নাগরিক-শিয়া সম্প্রদায়-খ্রীস্টান ধর্মযাজক-মাজারভক্তদের ওপর ধারাবাহিক হামলা ও হত্যাকা- ঘটছে। প্রগতিশীল ব্যক্তিবর্গ ও বুদ্ধিজীবীদের হুমকি দেয়া হচ্ছে। গতকাল দিনাজপুরে কান্ত জিউ মন্দিরে যাত্রা প্যা-েলে বোমা বিস্ফোরণ ঘটানো হয়েছে। অথচ, এ বিষয়ে সরকারের উদ্বেগ ও কার্যকর পদক্ষেপ দেখা যাচ্ছে না। বরং একে কাজে লাগিয়ে রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা করা হচ্ছে।  ফলে, নিরাপত্তার দাবিতে জনসাধারণকেই সংগঠিত হতে হবে।

RELATED ARTICLES

আরও

Recent Comments