Monday, January 13, 2025
Homeসংবাদ ও প্রেস বিজ্ঞপ্তিপার্টি ও সংগঠন সংবাদদীঘিনালায় পাহাড়ী জনগণের পদযাত্রায় সেনাবাহিনী-পুলিশের হামলার প্রতিবাদ

দীঘিনালায় পাহাড়ী জনগণের পদযাত্রায় সেনাবাহিনী-পুলিশের হামলার প্রতিবাদ

oie_8223915cPQmhumqবাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী)-র সাধারণ সম্পাদক কমরেড মুবিনুল হায়দার চৌধুরী ১৬ মার্চ এক বিবৃতিতে ১৫ মার্চ খাগড়াছড়ির দীঘিনালায় ‘ভূমি রক্ষা কমিটি’র শান্তিপূর্ণ পদযাত্রা কর্মসূচীতে সেনাবাহিনী ও পুলিশের বাধা প্রদান ও হামলায় পাহাড়ী জনগণকে আহত করার ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানান।

বিবৃতিতে তিনি বলেন, “দীঘিনালার বাবুছড়ায় পাহাড়ী গ্রামে বিজিবির সদর দপ্তর স্থাপনের সিদ্ধান্তের প্রতিবাদে ও উচ্ছেদকৃত পরিবারগুলোর পুনর্বাসনের দাবিতে গণতান্ত্রিকভাবে আন্দোলনরত সাধারণ মানুষের ওপর এ হামলা সরকারের দমনমূলক চরিত্রকেই উন্মোচিত করেছে। পার্বত্য অঞ্চলে বিরাজমান ভূমি বিরোধের প্রেক্ষাপটে একের পর এক সেনা ঘাঁটি, রিজার্ভ ফরেস্ট ইত্যাদির জন্য ভূমি অধিগ্রহণের নামে সরকার কর্তৃক পাহাড়ী জনগোষ্ঠীর জমি দখল তাদের মনে গভীর ক্ষোভ সৃষ্টি করেছে। পার্বত্য অঞ্চলে এই অতি সামরিকীকরণ কাদের স্বার্থে এবং এর প্রয়োজনীয়তা কী — এ প্রশ্ন ওঠা স্বাভাবিক। একদিকে তথাকথিত শান্তিচুক্তি বাস্তবায়নের মিথ্যা আশ্বাস, অন্যদিকে গায়ের জোরে জমি দখল — সরকারের এসব প্রতারণাপূর্ণ অন্যায় কর্মকান্ডের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে সকল গণতান্ত্রিক শক্তিকে এগিয়ে আসতে হবে।”
RELATED ARTICLES

আরও

Recent Comments