খাগড়াছড়িতে “দীঘিনালা ভূমি রক্ষা কমিটি” আয়োজিত ৫১ ব্যাটালিয়ন সদর দপ্তর অভিমুখে শান্তিপূর্ণ পদযাত্রায় সরকারি বাঁধা এবং সেনাবাহিনীর গুলিবর্ষণের ঘটনায় বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী) রাঙ্গামাটি জেলা শাখার পক্ষ থেকে তীব্র নিন্দা জানানো হয়েছে। বাসদ (মার্কসবাদী) রাঙ্গামাটি জেলা শাখার সমন্বয়ক কমরেড বোধিসত্ব চাকমা এক বিবৃতিতে গুলি বর্ষণের জন্য দায়িদের শাস্তি প্রদান ও আহতদের সরকারিভাবে চিকিৎসার দাবী জানান। বিবৃতিতে তিনি “দীঘিনালা ভূমি রক্ষা কমিটি”র উত্থাপিত বিজিবি ৫১ ব্যাটলিয়ন সদর দপ্তর অন্যত্র স্থানান্তর, মিথ্যা মামলা প্রত্যাহার এবং উচ্ছেদ হওয়া ২১টি পরিবারকে পুনর্বাসনের দাবির প্রতি একাত্মতা প্রকাশ করেন।
পার্বত্য চট্টগ্রামে নিরাপত্তা, উন্নয়ন ইত্যাদির নামে সরকারিভাবে পাহাড়ী জনগোষ্ঠীর জায়গা-জমি কেড়ে নেয়া নিত্যনৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। বিজিবি ক্যাম্প স্থাপনের নামে কোন আলাপ আলোচনা ও ক্ষতিপূরণ ছাড়াই পাহাড়ী জনগোষ্ঠীর জায়গা জমি দখল করা হয়েছে। খাগড়াছড়ি জেলাধীন দীঘিনালায় বিজিবি ৫১ ব্যাটালিয়ন, আদালতের নিষেধাজ্ঞা সত্ত্বেও, যত্ন কুমার ও শশী মোহন কার্বারী পাড়ায় ২১টি জুম্ম পরিবারকে উচ্ছেদ করে সেখানে ক্যাম্প স্থাপন করেছে। জমি হতে উচ্ছেদ হওয়া গৃহহীন মানুষ বর্তমানে মানবেতর জীবনযাপন করতে বাধ্য হচ্ছে।
কমরেড বোধিসত্ব চাকমা বিবৃতিতে পার্বত্য চট্টগ্রাম থেকে সেনা শাসন ও সেনা ক্যাম্প প্রত্যাহারের জোর দাবি জানিয়েছেন।