Saturday, December 28, 2024
Homeছাত্র ফ্রন্টদীপনকে কুপিয়ে হত্যা ও ব্লগার হত্যা-প্রচেষ্টার সাথে জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবি

দীপনকে কুপিয়ে হত্যা ও ব্লগার হত্যা-প্রচেষ্টার সাথে জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবি

SSF-press-release_31.03.15-page-001সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সভাপতি সাইফুজ্জামান সাকন ও সাধারণ সম্পাদক স্নেহর্দ্রি চক্রবর্ত্তী রিন্টু এক যুক্ত বিবৃতিতে বলেন, জাগৃতি প্রকাশনার স্বত্ত্বাধিকারী ফয়সাল আরেফিন দীপন জঙ্গি মৌলবাদী গোষ্ঠি কতৃক হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। প্রকাশনা প্রতিষ্ঠান শুদ্ধস্বর এর কার্যালয়ে ঢুকে প্রধান নির্বাহী সম্পাদক আহমেদুর রহমান টুটুল সহ লেখক তারেক রহিম ও রণদীপম বসুকে কুপিয়ে হত্যার চেষ্টা চালানো হয়েছে। নেতৃবৃন্দ এসব ঘটনার সাথে জড়িতদের অবিলম্বে গ্রেফতার ও বিচারের দাবি জানান।

নেতৃবৃন্দ বিবৃতিতে আরো বলেন, সারাদেশে একের পর এক ব্লগার হত্যার ঘটনা ঘটছে কিন্তু সরকার নির্বিকার, হত্যাকারীদের বিচারের আওতায় আনছে না। এতে মুক্তবুদ্ধি চর্চার মানুষদের উপর ক্রমান্বয়ে আক্রমন বাড়ছে যা হত্যাকারীদের মদদ দেওয়ার সামিল। সরকার যদি পূর্বে ব্লগার হত্যার সাথে জড়িত মৌলবাদী-সাম্প্রদায়িক গোষ্ঠির বিচারের আওতায় এনে অপরাধীদের শাস্তি দিত তাহলে দেশে একের পর এক বর্বর হত্যাকান্ড ঘটতো না।

নেতৃবৃন্দ দেশের সকল গণতান্ত্রিক চেতনা সম্পন্ন মানুষদের মৌলবাদী-সাম্প্রদায়িক গোষ্ঠির শাস্তির দাবিতে সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।

RELATED ARTICLES

আরও

Recent Comments