Tuesday, January 7, 2025
Homeসংবাদ ও প্রেস বিজ্ঞপ্তিপার্টি ও সংগঠন সংবাদধানের ন্যায্য মূল্যের দাবিতে নীলফামারীর জলঢাকায় মিছিল সমাবেশ

ধানের ন্যায্য মূল্যের দাবিতে নীলফামারীর জলঢাকায় মিছিল সমাবেশ

13442371_806951836071792_844378197602234311_n

সরাসরি কৃষকের কাছ থেকে ৯২০ টাকা দরে  ধান ক্রয় এবং গম, ভুট্টাসহ সকল কৃষি ফসলের ন্যায্য মূল্যের দাবিতে সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্ট/বাসদ (মার্কসবাদী) জলঢাকা উপজেলা শাখার উদ্যোগে ১৫ জুন সকাল সাড়ে টায় হাসপাতাল মোড়ে মানববন্ধন সমাবেশ অনুষ্ঠিত হয়।কৃষক ফ্রন্টের উপজেলা সংগঠক তরণী মোহন রায়ের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বাসদ ( মার্কসবাদী ) রংপুর জেলার সদস্য আহসানুল আরেফিন তিতু, তুষার রায় প্রমুখ।সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল করে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি পেশ করা হয়।

নেতৃবৃন্দ বলেন, কৃষি প্রধান বাংলাদেশের শতকরা পায় ৮০% মানুষ কৃষির সংগে যুক্ত। কৃষি উৎপাদন দেশের আয়ের প্রধান উৎস। ১৬ কোটি মানুষের খাদ্য এবং অনেক শিল্পের কাঁচামালের উৎসও কৃষি। রপ্তানী আয়ে কৃষির ভূমিকা কম নয়। অথচ প্রতি বছর জাতীয় বাজেটে সবচেয়ে বেশী অবহেলিত হয় কৃষিখাত। এখানে বাজেট বরাদ্দ প্রয়োজনের তুলনায় খুবই সামান্য। বর্তমানে ইরি-বোরো ধান কাটা এবং ভুট্টা তোলা প্রায় শেষের দিকে। অথচ বাজারে ধান-ভুট্টার দাম এতটাই কম যে, সরকারের হিসেব অনুযায়ী মনপ্রতি ৫০০ টাকা লোকসান দিয়ে কৃষকদের বিক্রি করতে হচ্ছে। সরকারের ধানের মুল্য নির্ধারণ ও ক্রয় করার ঘোষনা প্রহসনে পরিণত হয়েছে। সরকার কর্তৃক ধানের মুল্য নির্ধারণ করা হয়েছে মনপ্রতি ৯২০ টাকা, বাজারে বিক্রি করতে হচ্ছে ৩৫০/৪৫০ টাকা। অনিয়ম দুর্নীতি এবং ক্রয় পদ্ধতির জটিলতার কারণে কৃষকের জন্য বরাদ্দকৃত অতি সামান্য ধানের ক্রয়ের টাকাও লুটপাট হয়ে যাচ্ছে। তাই অবিলম্বে হাটে হাটে ক্রয় কেন্দ্র খুলে খোদ কৃষকের কাছ থেকে সরকার ঘোষিত মূল্যে ধান ক্রয় করে কৃষি ও কৃষক রক্ষার জন্য আহবান জানান।

RELATED ARTICLES

আরও

Recent Comments