Wednesday, December 25, 2024
Homeসংবাদ ও প্রেস বিজ্ঞপ্তিপার্টি ও সংগঠন সংবাদনতুন করে গ্যাসের মূল্য বৃদ্ধি জনদূর্ভোগ বাড়াবে — বাসদ (মার্কসবাদী)

নতুন করে গ্যাসের মূল্য বৃদ্ধি জনদূর্ভোগ বাড়াবে — বাসদ (মার্কসবাদী)

img_20170102_165432-copy

নতুন করে গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে ২ জানুয়ারী ২০১৭ বেলা ৪টায় বাসদ (মার্কসবাদী) চাঁদপুর জেলা শাখার উদ্যোগে চাঁদপুর শপথ চত্বরে এক প্রতিবাদ বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, কমরেড আলমগীর হোসেন দুলাল, আজিজুর রহমান। কমরেড আলমগীর হোসেন দুলাল বলেন, এই সরকার গত ৭ বছরে গ্যাসের দাম বাড়িয়েছে তিন তিনবার। বিদ্যুতের দাম বাড়িয়েছে ৭ বার। আবারও নতুন করে গ্যাসের দাম বাড়ালে জনদুর্ভোগ বাড়বে, বাড়বে নিত্যপ্রয়োজনীয় পন্য ও যানবাহনের ভাড়া। তিনি অবিলম্বে গ্যাসের মূল্য বৃদ্ধির তৎপরতা বন্ধের দাবী জানান এবং মূল্যবৃদ্ধির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য জনগণের প্রতি আহ্বান জানান।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিণ করে নতুন বাজার জেলা কার্যালয়ে এসে শেষ হয়।

img_20170102_163809-copy

RELATED ARTICLES

আরও

Recent Comments