Saturday, November 23, 2024
Homeসংবাদ ও প্রেস বিজ্ঞপ্তিপার্টি ও সংগঠন সংবাদনদী ভাঙ্গন ও বন্যা সমস্যার স্থায়ী সমাধান চাই

নদী ভাঙ্গন ও বন্যা সমস্যার স্থায়ী সমাধান চাই

অবিলম্বে নদী ভাঙ্গন কবলিত মানুষদের পুনর্বাসন কর

GAIBANDHA  PODJATRA (1)বাংলাদেশের সমাজতাত্ত্বিক দল বাসদ – কনভেনশন প্রস্তুতি কমিটি – গাইবান্ধার দাড়িয়েপুর অঞ্চল শাখার উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত চাষিদের বিনামূল্যে বীজ -সার, কীটনাশক সরবরাহ, ক্ষতিগ্রস্ত শিক্ষা প্রতিষ্ঠান দ্রুত পুনঃনির্মাণ, পাখিমারা, হাতিয়া বিলের জলাবদ্ধতা দুরকরণের কার্যকর ব্যবস্থা , বন্যায় ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট সংস্কার , সরকারি সাহায্য বিতরণে অনিয়ম -দুর্নীতি বন্ধ সহ ৯ দফা দাবিতে বৃহস্পতিবার ১৮ সেপ্টেম্বর ২০১৪ দিনব্যাপী পদযাত্রা অনুষ্ঠিত হয়।

সকালে গাইবান্ধার রুপার বাজার থেকে পদযাত্রাটি শুরু হয়ে তালতলা, কাউন্সিলের বাজার হয়ে গিদারীতে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।

পদযাত্রা চলাকালে বিভিন্ন পথ সভায় বক্তব্য রাখেন, বাসদ জেলা আহবায়ক আহসানুল হাবীব সাঈদ, মঞ্জুর আলম মিঠু, কাজী আবু রাহেন শফিউল্যা, গোলাম সাতেক লেবু, নিলুফার ইয়াসমীন শিল্পী, জুয়েল মিয়া, শাহিন মিয়া প্রমুখ। বক্তারা অবিলম্বে ৯ দফা দাবী বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহবান জানান।GAIBANDHA  PODJATRA (2)

RELATED ARTICLES

আরও

Recent Comments