Tuesday, December 24, 2024
Homeছাত্র ফ্রন্টনবাগত শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে গাইবান্ধা সরকারি কলেজে মিছিল

নবাগত শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে গাইবান্ধা সরকারি কলেজে মিছিল

gibandha_college_15112016

গাইবান্ধা সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের অনার্স ১ম বর্ষের নবাগত শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট কলেজ শাখার উদ্যোগে গতকাল মঙ্গলবার একটি মিছিল কলেজ ক্যাম্পাস প্রদক্ষিণ করে। পরে অর্থনীতি বিভাগের সামনে সংগঠনের সভাপতি পরমানন্দ দাসের সভাপতিত্বে এক সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের জেলা সভাপতি শামীম আরা মিনা, কলেজ শাখার সাধারণ সম্পাদক মাহবুব আলম মিলন, সাংগঠনিক সম্পাদক শাহীন আলম, দপ্তর সম্পাদক বন্ধন কুমার বর্মণ প্রমুখ।

বক্তারা বলেন, ভর্তি সংকট নিরসনে আসন সংখ্যা বৃদ্ধি, নতুন নতুন বিভাগ চালুসহ স্বতন্ত্র পরীক্ষা হল, পর্যাপ্ত ক্লাশ রুম নির্মাণ, প্রয়োজনীয় সংখ্যক শিক্ষক নিয়োগ করা এবং লাইব্রেরী সেমিনারে পর্যাপ্ত নতুন সংস্করের বই ক্রয়ের দাবি জানান।

RELATED ARTICLES

আরও

Recent Comments