অপসংস্কৃতি –অশ্লীলতা-মাদক-জুয়া বন্ধ, নারী নির্যাতন ও নারী -শিশু পাচার বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ, পর্নোগ্রাফির বিস্তার বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ, ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সেগুলোতে প্রসূতি মায়েদের সেবা নিশ্চিত এবং গাইবান্ধার স্টেডিয়াম মাঠসহ সর্বত্র হাউজি, জুয়া, যাত্রার নামে অশ্লীল নৃত্য বন্ধে কার্যকর প্রশাসনিক পদক্ষেপ গ্রহণের দাবিতে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্র গাইবান্ধা জেলার শাখার উদ্যোগে শহরের বিভিন্ন পাড়ায় পাড়ায় মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
গত ২২ এপ্রিল বিকালে বাংলাদেশ নারী মুক্তি কেন্দ্র গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে গাইবান্ধার পৌরসভার প্রফেসর কলোনীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন বাসদ জেলা কমিটির সদস্য আবু রায়হান সফিউল্লা, বাংলাদেশ নারী মুক্তি কেন্দ্রের জেলা সভাপতি অধ্যাপক রোকেয়া খাতুন, সাধারণ সম্পাদক নিলুফার ইয়াসমিন শিল্পী, প্রভাষক হালিমা খাতুন।