সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট ও বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের উদ্যোগে ১১ই জুন ২০১৫ শুক্রবার বেলা সাড়ে ৪ টায় যশোর ইনিস্টিটিউট এর নাট্যকলা সংসদ মিলনায়তনে নারী নির্যাতন প্রতিরোধে চাই গনতান্ত্রিক-সাংস্কৃতিক আন্দোলন শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্র যশোর জেলা শাখার আহব্বায়ক নাসিমা আক্তার লাভিন। আলোচনা করেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্ক্সবাদী) যশোর জেলা শাখার সমন্বয়ক কমরেড হাসিনুর রহমান,পাবলিক লাইব্রেরী যশোর ইনিস্টিটিউটের সাবেক সম্পাদক ও ব্যাংকার মোস্তাফিজুর রহমান কাবুল, সাবেক ছাত্রনেতা ঢাকা বিশ্ববিদ্যালয় ও হিন্দু কল্যান ট্রাস্ট যশোর এর সহকারী পরিচালক বিপ্লব কুমার মন্ডল , শিক্ষিকা ও বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের সদস্য যশোর সোনিয়া সাইদান নাহার, সাবেক ছাত্রনেতা মতিউর রহমান মিঠু, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট এম এম কলেজ শাখার ছাত্রনেতা ও সংগঠক ইমরান খান। আরও অভিমত প্রকাশ করেন যশোরের স্কুল শিক্ষার্থীদের প্রতিনিধি হিসেবে এম এস টি পি গার্লস স্কুলের মেধাবী ছাত্রী জান্নাতুল ফেরদাউস ঈশা। অনুষ্ঠান পরিচালনা করেন সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট যশোর জেলা শাখার সদস্য সচিব কৃষ্ণেন্দু মন্ডল।
মতবিনিময় সভায় আলোচকরা বলেন, আজ আমাদের দেশে শিশু থেকে বৃদ্ধা পর্যন্ত সকল পর্যায়ের নারী ঘরে, বাইরে,স্কুল-কলেজে ও কর্মক্ষেত্রে নির্যাতন ও সহিংসতার শিকার। আর এই নির্যাতনের কারণ নারীদের পরিপুর্ণ মানুষ হিসেবে না দেখা সর্বোপরি পুঁজিবাদী সমাজে তাকে ভোগ্যপন্য হিসেবে উপস্থাপন ও ব্যবহার। উপরন্তু মেয়েরা যাতে নিজেদের পুরুষের ভোগ্যপন্য হিসেবে নিজেদের মনে করে ও প্রস্তুত করে তার আয়োজন সর্বদিকে – নাটকে, সিনেমায়, বিজ্ঞাপনে, এমনকি বিশ্বমিডিয়ায়। তাই আজ নারী পুরুষের সম্মিলিত গণতান্ত্রিক-সাংস্কৃতিক আন্দোলনই পারে সমাজের এই সংকট মোকাবেলা করতে।