Saturday, November 23, 2024
Homeসংবাদ ও প্রেস বিজ্ঞপ্তিপার্টি ও সংগঠন সংবাদনার্সদের ন্যায্য দাবির আন্দোলনে পুলিশের লাঠিপেটায় নিন্দা ও ক্ষোভ প্রকাশ

নার্সদের ন্যায্য দাবির আন্দোলনে পুলিশের লাঠিপেটায় নিন্দা ও ক্ষোভ প্রকাশ

Barm_SM_632581027গণতান্ত্রিক বাম মোর্চার সমন্বয়ক কমরেড শুভ্রাংশু চক্রবর্ত্তী এক বিবৃতিতে নার্সদের যৌক্তিক দাবির আন্দোলনে পুলিশের নির্বিচারে লাঠি চার্জ করে প্রায় অর্ধশতাধিক নার্স কে আহত করার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন। তিনি অবিলম্বে নার্সদের যৌক্তিক দাবি মেনে নিয়ে জ্যেষ্ঠতার ভিত্তিতে ব্যাচ ভিত্তিক নিয়োগ প্রক্রিয়া চালু করার জোর দাবি জানান।

বিবৃতিতে তিনি আরো বলেন, দীর্ঘ দিন ধরে নার্সরা বিপিএসসির (বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন) মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া বাতিল ও জ্যেষ্ঠতার ভিত্তিতে নিয়োগের দাবিতে আন্দোলন করছে। কিন্তু সরকার তাদের দাবির প্রতি কর্ণপাত না করে নার্সদের যৌক্তিক আন্দোলনকে পুলিশ ও দলীয় সন্ত্রাসী বাহিনী দিয়ে দমন করছে যা আওয়ামী মহাজোট সরকারের ফ্যাসিবাদী আচরনের বহিপ্রকাশ। বর্তমানে মহাজোট সরকার স্বাধীনভাবে মত প্রকাশ ও সভা-সমাবেশের গণতান্ত্রিক অধিকারকে এইভাবে হরণ করে চলেছে। দেশকে তারা এক ধরনের পুলিশী রাষ্ট্রে পরিণত করেছে এবং উন্নয়নের কথা বলে গণতন্ত্রকে তারা বনবাসে পাঠিয়েছে। তিনি এধরনের গণতান্ত্রিক আন্দোলনে ন্যক্কারজনক পুলিশি হামলা পরিহার করে গণতান্ত্রিক আন্দোলনে শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান জানান।

RELATED ARTICLES

আরও

Recent Comments