Tuesday, December 24, 2024
Homeছাত্র ফ্রন্টনোয়াখালীতে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের মিছিল-সমাবেশ

নোয়াখালীতে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের মিছিল-সমাবেশ

NK-101-300x215

স্বৈরাচার বিরোধী ছাত্র প্রতিরোধ দিবস উপলক্ষে গণতান্ত্রিক অধিকার হরণ, দমন-পীড়ন বন্ধ ও মানুষ হত্যার রাজনীতি প্রত্যাখ্যানের আহবান জানিয়ে নোয়াখালী জেলা সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের উদ্যোগে বিক্ষোভ মিছিল-সমাবেশ করে।

১৫ ফেব্রুয়ারি দুপুর ১২টায় শহরে একটি মিছিল বের করে। পরে মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে টাউন হল মোড়ে সমাবেশে মিলিত হয়।

মিছিল পরবর্তীতে সমাবেশে ছাত্র ফ্রন্ট জেলা শাখার আহবায়ক বিটুল তালুকদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, বাসদ (মার্কসবাদী) জেলা শাখার সদস্য সচিব দলিলুর রহমান দুলাল, ছাত্র ফ্রন্ট জেলা শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোবারক করিম, নোয়াখালী সরকারি কলেজ শাখার সদস্য কাজী জহির উদ্দীন ও ফখরুল ইসলাম ফরহাদ প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, সরকার দমন-পীড়নের মাধ্যমে গণতন্ত্রের টুঁটি চেপে ধরেছেন, অপর দিকে বিরোধী দল রাজনীতির নামে সহিংসতা ও মানুষ হত্যা করে গণতন্ত্রের সমাধি রচনা করে চলছে। ক্ষমতায় থাকা ও ক্ষমতায় যাওয়ার জন্যে পাল্টা-পাল্টি রাজনৈতিক কর্মসূচি দেশকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। ১৯৮৩ সালের ১৪ ফেব্রুয়ারিতে স্বৈরাচার শাসকের চাপিয়ে দেওয়া মজিদ খান শিক্ষা কমিশনের বিরুদ্ধে রুখে দাঁড়ায়। ছাত্রদের বিক্ষোভ মিছিলে গুলি চালিয়ে জাফর, জয়নাল ও দীপালিসহ অনেক ছাত্রকে হত্যা করে।

এত কিছুর পরও শিক্ষাক্ষেত্রে এখনও একই অবস্থা বিরাজ করছে। শিক্ষার বাণিজ্যিকীকরণ বন্ধ করে সর্বজনিন শিক্ষা ব্যবস্থা চালুর দাবি জানানিয়ে এ দিবসের চেতনাকে ধারণ করে সকল অগণতান্ত্রিক শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর উদাত্ত আহবান জানানো হয়।

RELATED ARTICLES

আরও

Recent Comments