Saturday, November 23, 2024
Homeফিচারন্যূনতম মজুরি ১৬ হাজার টাকা ঘোষনার দাবিতে সিলেটে মিছিল

ন্যূনতম মজুরি ১৬ হাজার টাকা ঘোষনার দাবিতে সিলেটে মিছিল

20180203_162627 copy 2
বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশন সিলেট জেলা শাখার উদ্যোগে ২ ফেব্রুয়ারি’১৮ বিকাল ৩টায় ন্যূনতম মজুরি ১৬ হাজার টাকা ঘোষনার দাবিতে এক মিছিল  ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিলটি রেজিস্টারি মাঠ থেকে শুরু হয়ে চৌহাট্টা পয়েন্টে গিয়ে সমাবেশে মিলিত হয়। সংগঠনের সভাপতি সুশান্ত সিনহা সুমনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুখলেছুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, সংগঠনের সহ সভাপতি হৃদেশ মুদি, সাংগঠনিক সম্পাদক সাজিদুর রহমান সাইদুল প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, সারা দেশে যখন লাগামহীন ভাবে মূল্যবৃদ্ধি চলছে তখন মালিক পক্ষ শ্রমিকদের মজুরি বাড়ানোর কোন উদ্যোগ নেয়নি। সব ধরণের মানবিক অধিকার থেকে বঞ্চিত এই শ্রমিকদের অবস্থা আজ করুন । একের পর এক সরকার বদল হলেও এদেশের শ্রমজীবি মানুষের ভাগ্যের কোন পরিবর্তন হচ্ছে না।বর্তমান সরকার ক্ষমতায় আসীন হবার সময় বলেছিল ১০টাকা দরে চাল দেবে, প্রতি পরিবারে একজনের চাকুরির নিশ্চয়তা দেবে কিন্তু আজ শেষ সময়ে এসে মোটা চালের দাম দাড়িয়েছে ৬০টাকা। তেল, সবজী, পেয়াজের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি শ্রমজীবী মানুষের জীবনকে দুর্বিসহ করে তুলেছে। এই পরিস্থিতিতে ন্যূনতম মজুরি ১৬হাজার টাকা ছাড়া একজন শ্রমিক চলতে পারে না। বক্তারা গণতান্ত্রিক শ্রম আইন প্রণয়ণ, বিকল্প আয়োজন না করে হকার উচ্ছেদ বন্ধ করা, চা শ্রমিকদের ভূমি অধিকার বাস্তবায়ন এবং হরিজন সম্প্রদায়ের প্রতিষ্ঠানগুলোতে ৮০ভাগ কোটা নিশ্চিত করার দাবি জানান।

RELATED ARTICLES

আরও

Recent Comments