Tuesday, December 24, 2024
Homeসংবাদ ও প্রেস বিজ্ঞপ্তিপার্টি ও সংগঠন সংবাদপাকিস্তানে স্কুল ছাত্র হত্যার প্রতিবাদে ঢাকায় শিশু কিশোর মেলার মানববন্ধন

পাকিস্তানে স্কুল ছাত্র হত্যার প্রতিবাদে ঢাকায় শিশু কিশোর মেলার মানববন্ধন

10430913_394181440745779_4121038444101509278_n
পাকিস্তানে মানবতা বিরোধী গণহত্যার প্রতিবাদে ১৯ ডিসেম্বর শুক্রবার বিকাল সাড়ে ৪ টা জাতীয় প্রেস ক্লাব চত্ত্বরে শিশু কিশোর মেলা ঢাকা নগর শাখার উদ্যোগে এক মানববন্ধন কর্মসূচি পালিত হয়। 
আমিনুল ইসলামের পরিচালনা ও স্কুল সংগঠক সাইদুল হক নিশান এর সভাপতিত্বে আলোচনা করেন ডাঃ গোলাম রাব্বানি, জ্যোতির্ময় চক্রবর্তী ও রেসাত আমিন প্রিয়া।
বিভিন্ন স্কুল থেকে আগত শিশু কিশোরদের সাথে অভিভাবকরা মানববন্ধনে অংশ নেন। বক্তরা বলেন, “এ কেমন বর্বরতা? স্কুলে ঢুকে সারি বেঁধে শিশুদের যারা মারে তারা কি মানুষ? পৃথিবীর ভয়াবহ শিশুগণহত্যার আমাদের শংকিত করেছে। এভাবে কি ধর্ম রক্ষা ও প্রতিষ্ঠা পায়? পেশোয়ারে ১৪২ জন শিশু সহ শিক্ষা প্রতিষ্ঠানের সাথে জড়িতরা মারা গেছে, শতশত শিশু মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। যারা বেঁচে আছে এ ঘটনার বিভিষীকা কতদিনে কাটবে আমরা তা জানি না। এরকম হিংসা – ক্রোধের পৃথিবী তো আমরা চাই না। কিন্তু এর প্রতিকার কি? ইরাকে তেলের জন্য যুদ্ধ হয় বলি হয় শিশুরা, ইসরালি দখলদাররা গাজা আক্রমণ করে নিহত হয় নারী-শিশু-সাধারণ মানুষ। ক্ষমতালোভী, ধর্মান্ধ শক্তি কোনো শুভ কিছুই আনতে পারে না। আমরা সভ্য সমাজের বাসিন্দা হতে চাই। তাই আমরা ধর্মন্ধতা-কূপমন্ডূকতার বিরোধিতা করি। আমরা  পাকিস্তানে সংঘটিত গণহত্যার বিচার চাই।”
10384041_394180017412588_5058818645598386050_n
RELATED ARTICLES

আরও

Recent Comments