সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সভাপতি নাঈমা খালেদ মনিকা ও সাধারণ সম্পাদক স্নেহাদ্রি চক্রবর্ত্তী রিন্টু এক যুক্ত বিবৃতিতে প্রাথমিক সমাপনী পরীক্ষায় এমসিকিউ পরীক্ষা তুলে দিয়ে সম্পূর্ণ সৃজনশীল প্রশ্নপদ্ধতি চালু করার তীব্র প্রতিবাদ জানিয়েছেন।
বিবৃতিতে তাঁরা বলেন, সারা দেশের সচেতন সমাজ পিইসি পরীক্ষা বাতিলের দাবিতে যখন সোচ্চার তখন সরকার জনগণের মতামতের নূন্যতম মূল্য না দিয়ে পিইসি পরীক্ষায় নতুন নতুন পদ্ধতি আরোপ করছে। প্রশ্নফাঁস রোধে সম্পূর্ণভাবে সৃজনশীল পদ্ধতি চালুর কথা বলা হলেও বাস্তবিকই এ পদ্ধতি চালু হলে প্রশ্নফাঁস রোধ নয় বরং শিক্ষার্থীদের হয়রানিসহ কোচিং নির্ভরতা, গাইড নির্ভরতা আরো বাড়বে। ইতোমধ্যে শিক্ষা বছরের ৪ মাস অতিক্রান্ত হতে চলছে। শিক্ষার্থীরা বছরের শুরু থেকেই নভেম্বর মাসে অনুষ্ঠিতব্য পিইসি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে। ফলে শিক্ষা বছরের মাঝামাঝি সময়ে এ সিদ্ধান্ত গৃহীত হলে শিক্ষার্থীদের সম্পূর্ণ নতুন করে পরীক্ষার প্রস্তুতি নিতে হবে। এর ফলে শিশু মনস্তত্ত্বে মারাতœক প্রভাব পড়বে ও অভিভাবকদের ভোগান্তি বাড়বে।
নেতৃত্ব অবিলম্বে সরকারের এ সিদ্ধান্ত বাতিল করে স্কুল ফাইনাল পরীক্ষার মধ্যে পরীক্ষা সীমিত রেখে পিইসি-জেএসসি পরীক্ষা বাতিলের জোর দাবি জানান।