জেলায় জেলায় রুশ বিপ্লব বার্ষিকী ও পার্টি প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
সিলেট: মহান রুশ বিপ্লবের ৯৮তম বার্ষিকী ও পার্টির ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাসদ (মার্কসবাদী) সিলেট জেলা শাখার উদ্যোগে ৭ নভেম্বর বিকাল ৩টায় সিলেট জেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দলের সিলেট জেলা আহ্বায়ক কমরেড উজ্জ্বল রায়ের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাসদ (মার্কসবাদী) কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কমরেড মুবিনুল হায়দার চৌধুরী।
ময়মনসিংহ: রুশ বিপ্লব বার্ষিকী ও পার্টি প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ময়মনসিংহ জেলা শাখার উদ্যোগে ১০ নভেম্বর বিকাল ৫টায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদীন মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা সমন্বয়ক শেখর রায়-এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান বক্তা ছিলেন বাসদ (মার্কসবাদী) কেন্দ্রীয় কার্য পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক কমরেড মুবিনুল হায়দার চৌধুরী। আরও বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্ট কিশোরগঞ্জ জেলার সংগঠক আলাল মিয়া, বাংলাদেশ নারী মুক্তি কেন্দ্র ময়মনসিংহ জেলার আহ্বায়ক সেঁজুতি চৌধুরী, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কিশোরগঞ্জ জেলার সাংগঠনিক সম্পাদক ফাহমিদ আহমেদ ও বাকৃবি শাখার সভাপতি আশরাফ মিল্টন। আলোচনা সভা শেষে চারণ সাংস্কৃতিক কেন্দ্রের পরিবেশনায় নাটক ‘লাশের দেশ’ মঞ্চস্থ হয়। সবশেষে সর্বহারার আন্তর্জাতিক সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।
চট্টগ্রাম: ২০ নভেম্বর বিকাল সাড়ে ৩টায় চট্টগ্রাম শহীদ মিনারে বাসদ (মার্কসবাদী) চট্টগ্রাম জেলা শাখা আয়োজিত সমাবেশে মূল বক্তব্য রাখেন দলের কেন্দ্রীয় কার্য পরিচালনা কমিটির সদস্য কমরেড শুভ্রাংশু চক্রবর্ত্তী। বাসদ (মার্কসবাদী) চট্টগ্রাম জেলা কমিটির আহবায়ক মানস নন্দীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা কমিটির সদস্য সচিব অপু দাশ গুপ্ত ও সদস্য শফিউদ্দীন কবির আবিদ। সমাবেশের পরবর্তীতে বিভিন্ন দাবি সম্বলিত প্ল্যাকার্ড ও লাল পতাকা সজ্জিত একটি মিছিল নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
রংপুর: বাসদ (মার্কসবাদী) রংপুর জেলা শাখার উদ্যোগে ৯ নভেম্বর বিকাল ৪টায় স্থানীয় পায়রা চত্বরে জনসভা অনুষ্ঠিত হয়। দলের রংপুর জেলা সমন্বয়ক আনোয়ার হোসেন বাবলুর সভাপতিত্বে জনসভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাসদ (মার্কসবাদী) কেন্দ্রীয় কার্য পরিচালনা কমিটির সদস্য কমরেড শুভ্রাংশু চক্রবর্ত্তী। জনসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্ট কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনজুর আলম মিঠু, পলাশ কান্তি নাগ। এর আগে ব্যানার-ফেস্টুন ও লাল পতাকা সম্বলিত একটি বর্ণাঢ্য ও সুসজ্জিত র্যালি নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
নোয়াখালী: বাসদ (মার্কসবাদী) নোয়াখালী জেলা শাখার উদ্যোগে ৯ নভেম্বর সকাল ১১টায় মাইজদীর প্রধান সড়কে দাবি সম্বলিত ব্যানার ফেস্টুন সজ্জিত বর্ণাঢ্য মিছিল করা হয়। মিছিলের পর টাউন হলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাসদ (মার্কসবাদী)’র জেলা কমিটির আহবায়ক দলিলের রহমান দুলাল। সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কার্য পরিচালনা কমিটির সদস্য কমরেড মানস নন্দী, জেলা ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্টের সভাপতি মুক্তিযোদ্ধা তারকেশ্বর দেবনাথ নান্টু, জেলা কমিটির সদস্য বিটুল তালুকদার প্রমুখ।
গাইবান্ধা: ৮ নভেম্বর বিকাল ৩টায় গাইবান্ধা পৌর শহীদ মিনার চত্বরে জনসভা অনুষ্ঠিত হয়। মনজুর আলম মিঠুর সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাসদ (মার্কসবাদী)-র কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য কমরেড শুভ্রাংশু চক্রবর্তী, জেলা আহ্বায়ক আহসানুল হাবীব সাঈদ, কাজী আবু রাহেন শফিউল্যাহ খোকন, গিদারী ইউপি চেয়ারম্যান প্রভাষক গোলাম ছাদেক লেবু, অধ্যাপক রোকেয়া খাতুন, নিলুফার ইয়াসমিন শিল্পী, বীরেন চন্দ্র শীল।
ঢাকা: মহান সোভিয়েত সমাজতান্ত্রিক বিপ্লবের ৯৮তম বার্ষিকী ও ৩৫তম পার্টি প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বাসদ (মার্কসবাদী) ঢাকা মহানগর শাখার উদ্যোগে ১৩ নভেম্বর শুক্রবার বিকাল ৪টায় পুরানা পল্টনস্থ শহীদ তাজুল মিলনায়তন-এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মহানগর সংগঠক ফখ্রুদ্দিন কবির আতিকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় মূল বক্তব্য রাখেন বাসদ (মার্কসবাদী)‘র সাধারণ সম্পাদক কমরেড মুবিনুল হায়দার চৌধুরী। আরো বক্তব্য রাখেন পার্টির কেন্দ্রীয় কার্য পরিচালনা কমিটির সদস্য জননেতা কমরেড শুভ্রাংশু চক্রবর্ত্তী, উজ্জ্বল রায়, সাইফুজ্জামান সাকন। সভা শুরুর আগে চারণ সাংস্কৃতিক কেন্দ্র গণসঙ্গীত পরিবেশন করে। শেষে কমিউনিস্ট ইন্টারন্যাশনাল সংগীত পরিবেশনের মধ্য দিয়ে সভা সমাপ্ত হয়।
হবিগঞ্জ: বাসদ (মাকর্সবাদী) হবিগঞ্জ জেলা শাখার উদ্যোগে ১৮ নভেম্বর বিকাল ৩টায় কালীবাড়ি আর.ডি হলে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। হবিগঞ্জ জেলা শাখার সংগঠক শফিকুল ইসলামের সঞ্চালনায় আলোচনা করেন হবিগঞ্জ জেলা আইনজীবি সমিতির সহ-সভাপতি এড. মুরলী ধর দাস, বাসদ (মার্কসবাদী) সিলেট জেলা নেতা সুশান্ত সিন্হা, সুমন প্রমুখ।
জয়পুরহাট: জয়পুরহাট জেলার উদ্যোগে ১১ নভেম্বর বিকাল ৩টায় কেন্দ্রীয় মসজিদ চত্বরে উন্মূক্ত মঞ্চে জনসভার আয়োজন করা হয়। ওবায়দুল্লাহ মুসার সভাপতিত্বে বক্তব্য রাখেন বাসদ (মার্কসবাদী) কেন্দ্রীয় কার্যপরিচালনা কমিটির সদস্য শুভ্রাংশু চক্রবর্তী, শাহ জামাল তালুকদার, তাজিউল ইসলাম।
বগুড়া: বগুড়া জেলার উদ্যোগে ২৫ নভেম্বর বিকাল ৩টায় সাতমাথায় সমাবেশের আয়োজন করা হয়। শামসুল আলম দুলুর সভাপতিত্বে বক্তব্য রাখেন পার্টি কেন্দ্রীয় কার্য পরিচালনা কমিটির সদস্য শুভ্রাংশু চক্রবতী, ওবায়দুল্লাহ মুসা, আহসানুল হাবীব সাঈদ, রনজন দে, আমিনুল ইসলাম, শীতল সাহা।
রাজশাহী: গত ১৫ নভেম্বর রাজশাহী জেলা শাখার উদ্যোগে ভবানীগঞ্জ বাজারে বিকাল ৩টায় এক সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা শাখার সংগঠক আতিকুর রহমান। বক্তব্য রাখেন পার্টি কেন্দ্রীয় কার্য পরিচালনা কমিটির সদস্য ওবায়দুল্লাহ মুসা, মাসুদ রানা, ফজলে রাব্বী।
কুড়িগ্রাম: কুড়িগ্রাম জেলা পার্টির উদ্যোগে ১০ নভেম্বর জনসভার আয়োজন করা হয়। এতে বক্তব্য রাখেন বাসদ (মার্কসবাদী) কেন্দ্রীয় কার্য পরিচালনা কমিটির সদস্য শুভ্রাশু চক্রবর্তী, মনজুর আলম মিঠু, আবদুর রাজ্জাক, জিয়াউদ্দিন, মনিরুজ্জামান ছক্কু, স্বপন রায়। সভাপতিত্ব করেন জেলা পার্টি সংগঠক মহির উদ্দিন।
দিনাজপুর: খানসামায় ২১ নভেম্বর জনসভা অনুষ্ঠিত হয়। রেজাউল ইসলাম সবুজের সভাপতিত্বে বক্তব্য রাখেন পার্টি কেন্দ্রীয় কার্য পরিচালনা কমিটির সদস্য মানস নন্দী, আহসানুল হাবীব সাঈদ, কৈলাস, মনিরুজ্জামান।
নীলফামারী: নীলফামারীর ডোমার উপজেলার বাজারে ৯ নভেম্বর সমাবেশের আয়োজন করা হয়। রফিকুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন পার্টি কেন্দ্রীয় কার্য পরিচালনা কমিটির সদস্য মানস নন্দী, আহসানুল হাবীব সাঈদ, রাজীব আদনান।
চাঁদপুর: ২৫ নভেম্বর চাদঁপুরের শহীদ মিনারে সকাল ১১টায় জনসভার আয়োজন করা হয়। আলমগীর হোসেন দুলালের সভাপতিত্বে বক্তব্য রাখেন পার্টি কেন্দ্রীয় কার্য পরিচালনা কমিটির সদস্য মানস নন্দী, শীতল ঘোষ, আজিজুর রহমান।
গাজীপুর: গাজীপুরের জয়দেবপুর মুক্তমঞ্চে ১৩ নভেম্বর বিকাল ৩টায় জহিরুল ইসলামের সভাপতিত্বে জনসভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন মানস নন্দী, মশিউর রহমান, তরুণ কান্তি বর্মণ, নাইস।
যশোর: ২৭ নভেম্বর বিকাল ৩টায় যশোর নাট্যমঞ্চে সমাবেশের আয়োজন করা হয়। জেলা সমন্বয়ক হাসিনুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন পার্টি কেন্দ্রীয় কার্য পরিচালনা কমিটির সদস্য উজ্জ্বল রায়, দীলিপ ঘোষ, রিপন আহমেদ, উজ্জ্বল বিশ্বাস।