Saturday, November 23, 2024
Homeসংবাদ ও প্রেস বিজ্ঞপ্তিপার্টি ও সংগঠন সংবাদবগুড়ায় কৃষিমন্ত্রী বরাবর ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্টের স্মারকলিপি

বগুড়ায় কৃষিমন্ত্রী বরাবর ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্টের স্মারকলিপি

10389063_10205026244965977_5768172666796942576_nসরকারি উদ্যোগে কোল্ড স্টোরেজ নির্মাণ, বিএডিসির মাধ্যমে সার-বীজ-কীটনাশকসহ কৃষি উপকরণ সরবরাহ করা, কৃষি ভিত্তিক শিল্প নির্মাণ সহ বিভিন্ন দাবীতে ১৬ অক্টোবর ২০১৪ বেলা ১১টায় সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্ট এবং আলু চাষী সংগ্রাম পরিষদ বগুড়া জেলা শাখার উদ্যোগে ডিসি’র মাধ্যমে কৃষি মন্ত্রী বরাবর স্মারক লিপি প্রদান করা হয়।

বুধবার বেলা সাড়ে ১১টার দিকে বগুড়া জেলা প্রশাসক মো. শফিকুর রেজা বিশ্বাসের মাধ্যমে স্মারকলিপিটি প্রদান করা হয়।

এরআগে, একটি মিছিল শহর প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসন চত্তরে সংক্ষিপ্ত সমাবেশ করেন দলীয় নেতা-কর্মীরা।

সমাবেশে বক্তারা বলেন, উচ্চমূল্যে বীজ, সার ডিজেল, বিদ্যুত, কীটনাশক ক্রয় করে ফসল উৎপাদন ও উৎপাদিত ফসলের ন্যয্যমূল্য না পাওয়া কৃষকদের জন্য যেন নিয়মে পরিণত হয়েছে। প্রত্যেক বছর উচ্চ মূল্যে আলু বীজ ক্রয় করে উৎপাদিত আলুর ন্যায্য মূল্য না পেয়ে সর্বশান্ত হচ্ছেন কৃষকরা।

তাই অবিলম্বে ৮ দফা দাবি বাস্তবায়নের জন্য সরকারের প্রতি দাবি জানান তারা।

জেলা সংগঠক সামছুল আলমের সভাপতিত্বে বাসদ কনভেনশন প্রস্তুত কমিটির সমন্বয়ক প্রবাষক কৃস্ন কমল, আব্দুল হাই, রঞ্জন দে, আলু চাষী সংগ্রাম পরিষদের নেতা আব্দুর রশিদ, জাহাঙ্গীর আলম, কৃষক নেতা আব্দুল জলিল, নাসিমা আক্তারসহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন।

RELATED ARTICLES

আরও

Recent Comments