Tuesday, December 24, 2024
Homeসংবাদ ও প্রেস বিজ্ঞপ্তিপার্টি ও সংগঠন সংবাদবগুড়ায় ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্টের মানববন্ধন ও সমাবেশ

বগুড়ায় ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্টের মানববন্ধন ও সমাবেশ

Bogra_manob-bonthon_13 03 14

আলুচাষী  সংগ্রাম  পরিষদ  এবং  ক্ষেতমজুর  ও  কৃষক  ফ্রন্টের  উদ্যোগে ১৩ মার্চ ২০১৪   বেলা  ১১:০০  টাই  বগুড়া  রেলস্টেশনের  চৌধরী  কোল্ডস্টোরেজ  এর  সামনে  আলুর  প্রতি  বস্তা (৮০ কেজী) কোল্ডস্টোরেজ  ভাড়া  ১৫০  টাকা  নির্ধারন  সরকারি  উদ্যোগে  কোল্ডষ্টোরেজ  নির্মাণ,  আলু  সংরক্ষনের  সরকারি  নিতীমালা  প্রণয়ন। আলু  ভিত্তিক  কৃষি  শিল্প  নির্মাণের দাবিতে  মানববন্ধন  ও  সমাবেশ  অনুষ্ঠিত  হয়।

সমাবেশে বক্তব্য রাখেন বাসদ কনভেনশন প্রস্তুতি কমিটি বগুড়া জেলা শাখার সমন্বয়ক প্রভাষক কৃষ্ণ কমল,কৃষক নেতা শামছুল আলম দুলু, আব্দুল জলিল, বাসদ নেতা আব্দুল হাই, আলুচাষি সংগ্রাম পরিষদের নেতা আব্দুর রশিদ প্রমুখ্য।

RELATED ARTICLES

আরও

Recent Comments