Monday, December 23, 2024
Homeছাত্র ফ্রন্টবর্ধিত ফি প্রত্যাহারের দাবিতে কারমাইকেলে প্রশাসনিক ভবন অবরুদ্ধ

বর্ধিত ফি প্রত্যাহারের দাবিতে কারমাইকেলে প্রশাসনিক ভবন অবরুদ্ধ

DSC00096

২০ ডিসেম্বর রংপুরের কারমাইকেল কলেজে ২০১৪ অর্নাস দ্বিতীয় বর্ষের ফরম পূরণের বর্ধিত ফি প্রত্যাহারের দাবিতে সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে বেলা ১১টা থেকে ২টা পর্যন্ত প্রশাসনিক ভবন অবরুদ্ধ, তালা, বিক্ষোভ-মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

অবরোধ চলাকালে অনুষ্ঠিত সমাবেশে আন্দোলনরত শিক্ষার্থী নোমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কলেজ শাখার সভাপতি আবু রায়হান বকসি, ছাত্র ইউনিয়ন কলেজ শাখার সাধারণ সম্পাদক প্রদীপ রায়, ছাত্র ফেডারেশনের কলেজ শাখার আহবায়ক রনি, ছাত্র ফ্রন্ট কলেজ কমিটির সহ-সভাপতি মোসলেহ উদ্দিন, শিক্ষার্থী রাশিদুল, লিংকন, মোহন, দুর্গা প্রমুখ।

বক্তারা বলেন, এবছর দ্বিতীয় বর্ষের ফরম পূরণের ফি গত বছরের চেয়ে গড়ে প্রায় ১০০০ (এক হাজার) টাকা বাড়িয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় ও কলেজ প্রশাসন। নেতৃবৃন্দ হিসাব করে দেখান যে, পত্র ফি গত বছর ছিলো ১১০০ (এক হাজার এক শত) টাকা যা এ বছর ১৪০০ (এক হাজার চার শত) টাকা করেছে। যথাক্রমে কেন্দ্র ফি ৩০০ হতে ৩৫০ টাকা, সেমিনার ৩০০ হতে ৪০০ টাকা, সেশন ফি ৬৮০ টাকা থেকে ৭৬০ টাকা বাড়িয়েছে। এছাড়া তিনটি নতুন খাত যুক্ত করেছে যা গত বছর ছিলো না। নতুন খাত গুলো হলো মৌখিক ৭৫ টাকা, বিবিধ ১০০ টাকা, ইনকোর্স ৩০০ টাকা। সব মিলিয়ে গড়ে প্রায় ১০০০ (এক হাজার) টাকা বাড়িয়েছে। 

তীব্র আন্দোলনের মুখে কলেজ প্রশাসন ১০০০ টাকার মধ্যে ৩০০ টাকা কমানোর ঘোষনা দিলে শিক্ষার্থীরা তা প্রত্যাখান করেন এবং আগামীকাল ব্যাংক অবরোধ, প্রশাসনিক ভবনে তালা লাগানোর কর্মসূচী ঘোষনা করা হয়েছে।

RELATED ARTICLES

আরও

Recent Comments