Friday, December 27, 2024
Homeসংবাদ ও প্রেস বিজ্ঞপ্তিপার্টি ও সংগঠন সংবাদবর্ধিত ভূমি উন্নয়ন কর প্রত্যাহারের দাবিতে স্মারকলিপি পেশ

বর্ধিত ভূমি উন্নয়ন কর প্রত্যাহারের দাবিতে স্মারকলিপি পেশ

12374828_430132440514110_7623512675613109259_o

বর্ধিত ভূমি উন্নয়ন কর প্রত্যাহার ও ধানের ন্যায্য মূল্য নিশ্চিত করার দাবিতে ২০ ডিসেম্বর বেলা ১২ টায় সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্ট রংপুর জেলা শাখার উদ্যোগে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বাসদ (মার্কসবাদী) জেলা সমন্বয়ক এবং সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্টের জেলা আহবায়ক আনোয়ার হোসেন বাবলু, জেলা কমিটির সদস্য পলাশ কান্তি নাগ, ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্টের সংগঠক আবুল হোসেন, মুসা মিয়া প্রমুখ। 

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, কৃষি প্রধান এই অঞ্চলের কৃষকরা এমনিতেই উৎপাদিত ফসলের ন্যায্য দাম পায় না। ক্ষেতমজুরদের সারাবছরের কাজ নেই। মানসম্মত শিক্ষা, চিকিৎসার নিশ্চয়তা নেই। অভাব-দারিদ্রতা এই মানুষদের জীবনের নিত্যসঙ্গী। সেখানে দিনকে দিন অযৌক্তিক কর-ট্যাক্সের বৃদ্ধি এই মানুষদের জীবন যাপনকে আরও অসহনীয় করে তুলবে। ইতিপূর্বে এখানে শতক প্রতি ভূমি উন্নয়ন কর ছিল ৭ টাকা। রংপুর সিটি কর্পোরেশন ঘোষণার পর চলতি বাংলা সন থেকে কৃষি এলাকায় শতক প্রতি ভূমি উন্নয়ন কর নির্ধারণ করা হয়েছে ৫০ টাকা। সেই সাথে চলতি মৌসুমে এখনও হাটে হাটে ক্রয়কেন্দ্র খুলে খোদ কৃষকের কাছ থেকে সরকারি উদ্যোগে ধান ক্রয় শুরু হয়নি। ফলে এবছরও কৃষক ধানের ন্যায্য মূল্য প্রাপ্তি থেকে বঞ্চিত হচ্ছে। 

স্মারকলিপিতে বর্ধিত ভূমি উন্নয়ন কর প্রত্যাহার এবং ধানের ন্যায্য মূল্য নিশ্চিত করার দাবি জানানো হয়।

RELATED ARTICLES

আরও

Recent Comments