Saturday, December 28, 2024
Homeসংবাদ ও প্রেস বিজ্ঞপ্তিপার্টি ও সংগঠন সংবাদবর্ধিত ভূমি উন্নয়ন কর প্রত্যাহারের দাবিতে রংপুরে ডিসি অফিস ঘেরাও

বর্ধিত ভূমি উন্নয়ন কর প্রত্যাহারের দাবিতে রংপুরে ডিসি অফিস ঘেরাও

2368 copy

বর্ধিত ভূমি উন্নয়ন কর প্রত্যাহারের দাবিতে ২৮ ফেব্রুয়ারি রবিবার সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্ট রংপুর জেলা শাখার উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও কর্মসূচি পালন করা হয়। এর আগে স্থানীয় প্রেসক্লাব চত্বর থেকে বিক্ষোভ মিছিল নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ডিসি অফিস চত্বরে সমাবেশ করে। সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্টের জেলা আহবায়ক কমরেড আনোয়ার হোসেন বাবলু’র সভাপতিত্বে সমাবেশে বতৃতা করেন বাসদ (মার্কসবাদী) রংপুর জেলা কমিটির সদস্য পলাশ কান্তি নাগ, ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্টের সংগঠক মোজাফর হোসেন, ডাঃ বাতেন মিয়া, আব্দুল মান্নান, এরশাদ আলী, শুকুর আলী, শাহিদুল ইসলাম সুমন প্রমুখ।

বক্তারা রংপুর সিটি কর্পোরেশন এলাকায় শতক প্রতি বার্ষিক ৫০% টাকা বর্ধিত ভূমি উন্নয়ন কর প্রত্যাহার , ২৫ বিঘা পর্যন্ত কৃষি ভূমির উন্নয়ন কর মত্তকুফের পূর্বের সরকারি ঘোষণা বাস্তবায়ন, কৃষি ভূমির ক্ষেত্রে ইউনিয়ন, পৌর বা সিটির ব্যবধান রহিত, সিটি কর্পোরেশন ভুক্ত কৃষি এলাকার হাট-বাজারগুলিতে বাণিজ্যিক রেটে শতক প্রতি বার্ষিক ভূমি উন্নয়ন কর ২৫০/- টাকা আদায় বন্ধের দাবি জানান।

সমাবশ থেকে আগামী ২০ এপ্রিল জেলা প্রশাসকের কার্যলয়ের সামনে অবরোধ কর্মসূচি ঘোষণা করা হয়।

RELATED ARTICLES

আরও

Recent Comments