বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশন সূত্রাপুর থানা শাখার উদ্যোগে ৩ জুলাই ২০১৫, শুক্রবার বিকাল সাড়ে ৩ টায় বাহাদুর শাহ পার্কের সামনে সমাবেশ ও বাংলাবাজার, ডালপট্রি মোড়, লক্ষ্মীবাজারে বাজার এলাকায় মিছিল অনুষ্ঠিত হয়। সমাবেশে বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশন সূত্রাপুর থানার সংগঠক রাজীব চক্রবর্তীর সভাপতিত্বে ও সংগঠক মানিক হোসেনের পরিচালনায় বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক উজ্জল রায়, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মাসুদ রানা, বাঁধাই শ্রমিক জামিল হোসেন।
সমাবেশে নেতৃবৃন্দ বলেন, বাাঁধাই শ্রমিকরা ঈদের কোনো বোনাস পায় না। তাঁরা যে মজুরি পায় তা দিয়ে সংসার চলে না। নিয়োগপত্র নেই। সাপ্তাহিক ছুটি নেই। এরপরেও সারা বছর কাজ করে ঈদের আনন্দ পাওয়ার কোনো অধিকার তাদের নেই। সন্তানের জন্য একটা নতুন জামা কিনবে, আতœীয়দের বাড়িতে নিয়ে একদিন খাওয়াবে এটাতো সাধারণ চাওয়া। অথচ এদের শ্রমে যে মূল্য তৈরি হচ্ছে মালিক তো সেখান থেকে কত বিলাসিতা করছে। নেতৃবৃন্দ কারখানার সমস্ত শ্রমিককে ঈদের আগে বেতনসহ বোনাস দেওয়ার জোর দাবি জানান।