Thursday, December 26, 2024
Homeসংবাদ ও প্রেস বিজ্ঞপ্তিপার্টি ও সংগঠন সংবাদবাবু রহমানের মৃত্যুতে শোক প্রকাশ

বাবু রহমানের মৃত্যুতে শোক প্রকাশ

27867982_447306182353406_824657877232159111_nবাংলাদেশের সমাজতান্ত্রিক দল(মার্কসবাদী) কেন্দ্রীয় কার্য পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক কমরেড মুবিনুল হায়দার চৌধুরী এক বিবৃতিতে চারণ সাংস্কৃতিক কেন্দ্রের প্রতিষ্ঠাকালীন সংগঠক বাবু রহমানের মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

বিবৃতিতে তিনি বলেন, শোষণমূলক সমাজ ব্যবস্থা পরিবর্তনের সংগ্রামে একজন আদর্শনিষ্ঠ সংগঠক হিসেবে স্বৈরাচার বিরোধী গণতান্ত্রিক সংগ্রাম ও সাংস্কৃতিক আন্দোলন গড়ে তোলার ক্ষেত্রে সাহসী ভূমিকা পালন করেছেন, যা চলমান সংগ্রামেও প্রেরণা দেবে।

RELATED ARTICLES

আরও

Recent Comments