Saturday, December 21, 2024
Homeসংবাদ ও প্রেস বিজ্ঞপ্তিপার্টি ও সংগঠন সংবাদবামপন্থীদের নেতৃত্বে ঐক্যবদ্ধ গণআন্দোলন ছাড়া জনগণের পরিত্রাণ মিলবে না

বামপন্থীদের নেতৃত্বে ঐক্যবদ্ধ গণআন্দোলন ছাড়া জনগণের পরিত্রাণ মিলবে না

প্রতিষ্ঠাবার্ষিকীর আরো সংবাদ

হবিগঞ্জ : বাসদ হবিগঞ্জ জেলা শাখার উদ্যেগে স্থানীয় আর.ডি হলের সম্মুখে ২২ নভেম্বর বিকাল ৪টায় এক সমাবেশ অনুষ্ঠিত হয়৷ সমাবেশের আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাসদ কনভেশন প্রস্তুতি কমিটির হবিগঞ্জ জেলা সংগঠক শফিকুল ইসলাম৷ প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন বাসদ কেন্দ্রীয় প্রস্তুতি কমিটির সদস্য কমরেড মানস নন্দী৷ বাসদ কেন্দ্রীয় প্রস্তুতি কমিটির অন্যতম সদস্য কমরেড উজ্জ্বল রায়, বাসদ কনভেশন প্রস্তুতি কমিটি সিলেট জেলার সদস্য এড. হুমায়ূন রশিদ সোয়েব এবং সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট হবিগঞ্জ জেলার সংগঠক ও বৃন্দাবন কলেজ শাখার আহ্বায়ক জসিম উদ্দিন, সমাবেশে উপস্থিত ছিলেন তেল,গ্যাস রক্ষা জাতীয় কমিটির হবিগঞ্জ জেলা শাখার যুগ্ম আহ্বায়ক এড.কামরুল ইসলাম, বাসদ নেতা চৌধুরী ফয়সল সোয়েব, এড.জিলু মিয়া, আক্তার হোসেন টিটু, স্বদেশ বার্তার সম্পাদক মুজিবুর রহমান উমেদনগর পৌর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শরাফত উল্লা প্রমুখ সভা পরিচালনা করেন বাসদ সংগঠক এনামুল হক৷

রাঙ্গামাটি : ১৮ নভেম্বর বিকাল ৩টায় রাঙ্গামাটি সদরস্থ নিউ মার্কেট প্রাঙ্গণে বাসদ এর সমাবেশ অনুষ্ঠিত হয়৷ দলের রাঙ্গামাটি জেলা শাখার সমন্বয়ক বোধি সত্ব চাকমার সভাপতিত্বে ও কলিন চাকমার পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কমরেড মানস নন্দী৷ এছাড়াও বক্তব্য রাখেন কমরেড উজ্জ্বল রায় ও তনয় ত্রিপুরা৷ সমাবেশ শেষে বাসদের নেতাকমর্ীরা মিছিল করে রাঙ্গামাটি শহর প্রদৰিণ করে৷

রংপুর : ১৬ নভেম্বর বিকেল ৩টায় বাসদ রংপুর জেলা শাখার উদ্যোগে পায়রা চত্বরে জনসভায় প্রধান বক্তা ছিলেন কমরেড শুভ্রাংশু চক্রবর্ত্তী৷ জেলা বাসদ সমন্বয়ক কমরেড আনোয়ার হোসেন বাবলু’র সভাপতিত্বে জনসভায় আরো বক্তব্য রাখেন বাসদ কনভেনশন প্রস্তুতি কমিটির কেন্দ্রীয় সদস্য কমরেড আহসানুল হাবিব সাঈদ, সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্টের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনজুর আলম মিঠু৷ পরিচালনা করেন বাসদ জেলা কমিটির সদস্য পলাশ কানত্মি নাগ৷ জনসভা শুরুর আগে একটি মিছিল লালবাগ থেকে শুরু হয়ে পায়রা চত্বর পর্যন্ত নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে৷
SPB_Sylhet  23-11-13সিলেট : বাসদ সিলেট জেলার উদ্যোগে ২৩ নভেম্বর বিকাল ৪টায় এক জনসভা ও গণমিছিল অনুষ্ঠিত হয়৷ জনসভার পূর্বে গণমিছিল স্থানীয় সাব-রেজিস্ট্রারি মাঠ থেকে শুরম্ন হয়ে নগরীর গুরম্নত্বপূর্ণ সড়ক পদৰিণ করে শহীদ মিনারে এসে মিলিত হয়৷ বাসদ সিলেট জেলার আহ্বায়ক কমরেড উজ্জ্বল রায়ের সভাপতিত্বে এবং সদস্য এড. হুমায়ূন রশীদ সোয়েবের পরিচালনায় জনসভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাসদ কেন্দ্রীয় কনভেনশন প্রস্তুতি কমিটির আহ্বায়ক কমরেড মুবিনুল হায়দার চৌধুরী৷ আরও বক্তব্য রাখেন কমরেড মানস নন্দী ও বাসদ সিলেট জেলা শাখার সদস্য হৃদেশ মুদি৷ জনসভায় গণসঙ্গীত পরিবেশন করে চারণ সাংস্কৃতিক কেন্দ্র সিলেট জেলা৷

চাঁদপুর : ২৩ নভেম্বর চাঁদপুর প্রেসক্লাবে অনুষ্ঠিত আলোচনা সভার প্রধান বক্তা ছিলেন বাসদ কেন্দ্রীয় কনভেনশন প্রস্তুতি কমিটির সদস্য কমরেড শুভ্রাংশু চক্রবর্ত্তী৷ বাসদ জেলা আহবায়ক কমরেড আলমগীর হোসেন দুলালের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় আরো বক্তব্য রাখেন বাসদ জেলা কমিটির সদস্য কমরেড এড. শীতল চন্দ্র ঘোষ, জি এম বাদশা ও বিধু ভূষন নাথ পলাশ৷ সভা পরিচালনা করেন জেলা বাসদ সদস্য আজিজুর রহমান৷ এর পূর্বে এক বণর্াঢ্য র্যালী শহরের গুরুত্ব পূর্ণ সড়ক প্রদক্ষিণ করে৷

RELATED ARTICLES

আরও

Recent Comments