Wednesday, December 25, 2024
Homeসংবাদ ও প্রেস বিজ্ঞপ্তিপার্টি ও সংগঠন সংবাদবাসদ-এর ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী ও সোভিয়েত সমাজতান্ত্রিক বিপ্লবের ৯৭তম বার্ষিকী

বাসদ-এর ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী ও সোভিয়েত সমাজতান্ত্রিক বিপ্লবের ৯৭তম বার্ষিকী

left-front৭ নভেম্বর বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ এর ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী এবং রাশিয়ায় মহান সমাজতান্ত্রিক বিপ্লবের ৯৭তম বার্ষিকী। জাসদের অভ্যন্তরে মতাদর্শিক সংগ্রামের মধ্য দিয়ে মার্কসবাদ-লেনিনবাদ ও শিবদাস ঘোষের চিন্তাধারার ভিত্তিতে ১৯৮০ সালের ৭ নভেম্বর বাংলাদেশের শ্রমিক শ্রেণীর বিপ্লবী দল হিসেবে বাসদ আত্মপ্রকাশ করে।

এ উপলক্ষে বাসদ কনভেনশন প্রস্তুতি কমিটির আহ্বায়ক কমরেড মুবিনুল হায়দার চৌধুরি আজ এক বিবৃতিতে দেশের মেহনতি শ্রমিক-কৃষকসহ সর্বস্তরের শোষিত মানুষের প্রতি এবং দলের সকল স্তরের কর্মী-সমর্থক-শুভানুধ্যায়ীদের সংগ্রামী শুভেচ্ছা জানিয়েছেন।

দলের ৩৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী এবং রুশ বিপ্লবের ৯৭ তম বার্ষিকী উপলক্ষে বাসদ কনভেনশন প্রস্তুতি কমিটির উদ্যোগে আগামী ৮ নভেম্বর শনিবার বিকাল ৪টায় ২২/১ তোপখানা রোডস্থ কেন্দ্রীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

RELATED ARTICLES

আরও

Recent Comments