Thursday, January 23, 2025
Homeসংবাদ ও প্রেস বিজ্ঞপ্তিপার্টি ও সংগঠন সংবাদবাসদ নেতা আলাল মিয়াসহ নেতা-কর্মীদের উপর হামলার বিচার দাবি

বাসদ নেতা আলাল মিয়াসহ নেতা-কর্মীদের উপর হামলার বিচার দাবি

SPB_10.03.14-2কিশোরগঞ্জের গোবিন্দপুরে ইউনিয়ন পরিষদের অনিয়ম-দুর্নীতি বিরোধী আন্দোলনে বাসদ নেতা আলাল মিয়াসহ নেতা-কর্মীদের উপর হামলার বিচারের দাবি কিশোরগঞ্জের গোবিন্দপুরে ইউনিয়ন পরিষদ অফিসের দুর্নীতির বিরুদ্ধে গণসংগ্রাম কমিটির মিছিলে হামলা চালিয়ে বাসদ নেতা আলাল মিয়াসহ নেতাকর্মীদের হামলার ঘটনার সুষ্ঠু বিচার, দায়ী ইউপি চেয়ারম্যান ও সন্ত্রাসীদের গ্রেফতার এবং দুর্নীতি বন্ধ করার দাবিতে বাসদ কনভেনশন প্রস্তুতি কমিটির উদ্যোগে আজ ১০ মার্চ বিকেলে ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন বাসদ কনভেনশন প্রস্তুতি কমিটির সদস্য কমরেড ফখরুদ্দিন কবির আতিক, কল্যাণ দত্ত। এছাড়া উপস্থিত ছিলেন কমরেড মানস নন্দী, বেলাল চৌধুরী, প্রকৌশলী হারুন-আল-রশিদ, মর্জিনা খাতুন প্রমুখ। সমাবেশ থেকে অবিলম্বে কিশোরগঞ্জের হোসেনপুরে গোবিন্দপুর বাজারে ইউপির দুর্নীতি বন্ধের দাবিতে গণসংগ্রাম কমিটির মিছিলে হামলার ঘটনার বিচার দাবি করা হয়। একই সাথে সারাদেশে ইউনিয়ন পরিষদগুলোতে দুর্নীতির বিরুদ্ধে গণসংগ্রাম গড়ে তোলার জন্য আহ্বান জানানো হয়। সমাবেশে নেতৃবৃন্দ বলেন, কিশোরগঞ্জের গোবিন্দপুরে ইউনিয়ন পরিষদ অফিসে দীর্ঘদিন ধরে নানা অনিয়ম-দুর্নীতি চলে আসছিল। বিশেষ করে জন্ম নিবন্ধন সনদপত্রের জন্যে সরকার নির্ধারিত ২০ টাকা ফি’র পরিবর্তে অতিরিক্ত ফি, কারো কারো কাছ থেকে এমনকি ১০০ টাকা থেকে ১৫০ টাকা পর্যন্ত আদায় করা হচ্ছে। একইভাবে দুস্থ ভাতা-বিধবা ভাতা-বয়ষ্ক ভাতা উপযুক্ত দরিদ্র ব্যক্তিদের না নিয়ে টাকার বিনিময়ে এবং দলীয় নেতাকর্মী ও আত্মীয়দের মধ্যে বিলি-বণ্টন করা হচ্ছিল। এছাড়া কর্মসৃজন প্রকল্পের ক্ষেত্রে সরকার নির্ধারিত ৩০ কেজি চালের পরিবর্তে ১৮ কেজি চাল দেয়া হচ্ছিল। ইউনিয়ন পরিষদের এসব অনিয়ম দুর্নীতির প্রতিবাদে স্থানীয় জনসাধারণকে সাথে নিয়ে বাসদ ও অন্যান্য বামপন্থী নেতা-কর্মীরা আন্দোলন গড়ে তোলে। গড়ে ওঠে ‘দুর্নীতি বিরোধী গণসংগ্রাম কমিটি’। এরই অংশ হিসাবে গত ৭ মার্চ বিকাল সাড়ে ৫টায় গোবিন্দপুর বাজারে ইউপি অফিসের দুর্নীতির বিরুদ্ধে এক বিক্ষোভ মিছিল আয়োজন করা হয়। স্থানীয় আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান রতন-এর নেতৃত্বে একদল সন্ত্রাসী মিছিলে দেশীয় অস্ত্র, রাম দা, হকিস্টিক, লাঠি ইত্যাদি নিয়ে সশস্ত্র হামলা চালায়। হামলাকারীরা বাসদ নেতা আলাল মিয়া, আবুল কালাম, আলফাজ, ছাত্র ফ্রন্ট হোসেনপুর থানার আহ্বায়ক সোহেল-কে নির্মমভাবে আহত করে। হামলার সময় সন্ত্রাসীরা আলাল মিয়া, আবুল কালামের মোবাইল ফোন, পকেটের পাঁচ হাজার টাকা (৫০০০/=) ও সংগঠনের হ্যান্ডমাইক ছিনিয়ে নেয়। পরবর্তীতে আলাল মিয়াসহ অন্যান্য নেতাদের কিশোরগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করানো হয়। হামলায় ঘটনায় হোসেনপুর থানায় একটি অভিযোগ দাখিল করা হয়। দুর্নীতিবিরোধী গণসংগ্রাম কমিটির মিছিলে স্থানীয় ইউপি চেয়ারম্যানের লোকজনের হামলা ও নেতা-কর্মীদের আহত করার ঘটনার বিচারের দাবিতে গত ৮ মার্চ কিশোরগঞ্জ জেলা সদরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

SPB_10.03.14-1

RELATED ARTICLES

আরও

Recent Comments