Sunday, January 26, 2025
Homeসংবাদ ও প্রেস বিজ্ঞপ্তিপার্টি ও সংগঠন সংবাদবাসদ (মার্কসবাদী)'র উদ্যোগে রোহিঙ্গা শরণার্থীদের ত্রাণ বিতরণ

বাসদ (মার্কসবাদী)'র উদ্যোগে রোহিঙ্গা শরণার্থীদের ত্রাণ বিতরণ

21584371_1573797299306993_1245171288_o

বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী) ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের উদ্যোগে ১০ সেপ্টেম্বর ২০১৭ রোহিঙ্গা শরণার্থীদের মধ্যে খাদ্য ও ত্রাণ বিতরণ করা হয়েছে।  উখিয়ার কুতুপালং, বালুখালী সড়ক রাস্তা দু’ পাশ জুড়ে সদ্য আসা বিশেষত রোহিঙ্গা নারী ও শিশু এবং বান্দরবনের নাইক্ষ্যংছড়ি ক্যাম্পে ত্রাণ বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বাসদ(মার্ক্সবাদী) চট্টগ্রাম জেলার সদস্য সচিব অপু দাশ গুপ্ত, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় সহ সভাপতি সত্যজিৎ বিশ্বাস, চট্টগ্রাম নগর শাখার দপ্তর সম্পাদক মোহাম্মদ সায়েম, সদস্য আয়েন উদ্দিন। এছাড়া কক্সবাজার জেলার ছাত্র স্বেচ্ছাসেবক একদল তরুন দিনব্যাপী এ কাজে অংশগ্রহণ করে।

21618465_1573797382640318_26243031_o

RELATED ARTICLES

আরও

Recent Comments