আন্তঃনদী প্রকল্পের নামে বাংলাদেশকে মরুভূমি বানানোর ষড়যন্ত্রের প্রতিবাদে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মাকর্সবাদী)র উদ্যোগে ২ থেকে ৫ অক্টোবর ঢাকা-কুড়িগ্রাম রোড মার্চের দ্বিতীয়দিনে ৩ অক্টোবর ২০১৬ সোমবার বিকেলে গাইবান্ধা শহরে পৌছার পর স্থানীয় পৌর শহীদ মিনার চত্বরে এক জনসভা অনুষ্ঠিত হয়।
কমরেড আহসানুল হাবীব সাঈদের সভাপতিত্বে জনসভায় বক্তব্য রাখেন বাসদ মাকর্সবাদীর কেন্দ্রীয় কমিটির সদস্য ও গণতান্ত্রিক বাম মোর্চার কেন্দ্রীয় সমন্বয়ক কমরেড শুভ্রাংশু চক্রবর্ত্তী, কমরেড মানস নন্দী, কমরেড ওবায়েদুল্লাহ মুসা, কমরেড মনজুর আলম মিঠু প্রমুখ।
বক্তারা বলেন, বাংলাদেশ-ভারতের উপর দিয়ে প্রবাহিত অভিন্ন নদীর পানি আন্তঃর্জাতিক নিয়ম-নীতি লংঘন করে ভারত এক তরফা প্রত্যাহার করে নিচ্ছে। পদ্মার উজানে ফারাক্কা বাঁধ দেয়ায় গোটা রাজশাহী অঞ্চল মরুকণের দিকে যাচ্ছে। তিস্তার উজানে গজল ডোবায় বাঁধ দেয়ায় তিস্তা নদী শুকিয়ে গেছে। অচল হয়ে পড়েছে তিস্তা সেচ প্রকল্প, লক্ষ লক্ষ চাষী চরম ক্ষতির মুখে পড়েছে। বর্তমানে দেশের প্রায় ৭০ ভাগ পানি আসে ব্রহ্মপুত্র নদী দিয়ে। ব্রহ্মপুত্রের সেই পানি ভারতের শাসক গোষ্ঠী আন্তঃনদী সংযোগ প্রকল্পের নামে একতরফা প্রত্যাহার করে বাংলাদেশকে মরুভূমি বানানোর ষড়যন্ত্র করছে। বাংলাদেশের বর্তমান মহাজোট সরকারের ভারতের সাথে নতজানু পররাষ্ট্র নীতির কারণেই তা সম্ভব হচ্ছে। বক্তারা ভারতের এ ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গণ আন্দোলন গড়ে তোলার জন্য সর্বস্তরের মানুষের প্রতি আহবান জানান।