Thursday, December 26, 2024
Homeসংবাদ ও প্রেস বিজ্ঞপ্তিপার্টি ও সংগঠন সংবাদবাসদ (মার্কসবাদী) চাঁদপুর জেলা শাখার নতুন অফিস উদ্বোধন

বাসদ (মার্কসবাদী) চাঁদপুর জেলা শাখার নতুন অফিস উদ্বোধন

Chandpur_041215

বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ (মার্কসবাদী), চাঁদপুর জেলা শাখার নতুন অফিস উদ্বোধন হয়েছে। জেলা শহরের নতুন বাজারস্থ পৌর মার্কেটের ৪র্থ তলায় অফিসটি নির্মানে দলের নেতা, কর্মী ও শুভানুধ্যায়ীগণ অর্থায়ন করেন। শুক্রবার ৪ ডিসেম্বর ২০১৫ সকালে অফিস উদ্বোধন উপলক্ষে নতুন অফিসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বাসদ (মার্কসবাদী), কেন্দ্রীয় পরিচালনা কমিটির সদস্য কমরেড আলমগীর হোসেন দুলালের সভাপতিত্বে সভায় আলোচনা করেন, বাসদ (মার্কসবাদী), কেন্দ্রীয় পরিচালনা কমিটির অন্যতম সদস্য কমরেড মানস নন্দী, নোয়াখালী জেলা আহ্বায়ক কমরেড দলিলুর রহমান দুলাল, ফেনী জেলা কমিটির আহ্বায়ক কমরেড জসিম উদ্দিন, পার্টি শুভানুধ্যায়ী কমরেড চন্দন পোদ্দার ও এ্যাডভোকেট আব্দুল্লা আল ফারুক, চাঁদপুর জেলা কমিটির সদস্য এ্যাডভোকেট শীতল ঘোষ ও এ্যাডভোকেট বিধু ভূষণ নাথ, ফরিদগঞ্জ উপজেলা কমিটির সদস্য সচিব জিএম বাদশা প্রমুখ। সভা পরিচালনা করেন, জেলা কমিটির সদস্য কমরেড আজিজুর রহমান।

বিকালে জেলা কমিটির সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়।

Chandpur_1_041215

RELATED ARTICLES

আরও

Recent Comments