Saturday, January 11, 2025
Homeসংবাদ ও প্রেস বিজ্ঞপ্তিপার্টি ও সংগঠন সংবাদবাসদ (মার্কসবাদী) নিউ এজ অফিসে পুলিশি হামলার নিন্দা করেছে

বাসদ (মার্কসবাদী) নিউ এজ অফিসে পুলিশি হামলার নিন্দা করেছে

নিউ এজ অফিসে পুলিশি হামলার প্রতিবাদ

গণতান্ত্রিক অধিকার রক্ষায় প্রতিবাদে এগিয়ে আসুন

SPBM_Englisg_Logoবাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (মার্কসবাদী)  সাধারণ সম্পাদক কমরেড মুবিনুল হায়দার চৌধুরী এক বিবৃতিতে দৈনিক নিউ এজ পত্রিকা অফিসে সাদা পোশাকে পুলিশের বে-আইনি প্রবেশ প্রচেষ্টার প্রতিবাদ করেছেন।

বিবৃতিতে তিনি বলেন,আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে, সাম্প্রতিক সময়ে ক্ষমতাসীন সরকারের নির্দেশে পুলিশ প্রশাসন আগ্রাসী হয়ে উঠেছে। সভা-সমাবেশসহ ন্যায়সঙ্গত প্রতিবাদ করার পথ রুদ্ধ করা হচ্ছে। মত প্রকাশের সীমিত স্বাধীনতাটুকুও কেড়ে নেওয়ার ব্যবস্থা জোরদার হচ্ছে। নিউ এজ প্রত্রিকায় পুলিশি হামলা তারই এক বিপদজনক নজির।

বিবৃতিতে কমরেড মুবিনুল হায়দার চৌধুরী সরকারের এই ন্যাক্কারজনক ভূমিকার বিরুদ্ধে গণতান্ত্রিক চেতনাসম্পন্ন সমস্ত নাগরিকদের প্রতিবাদে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।

উল্লেখ্য গত রবিবার ২৮ ডিসেম্বর রাতে পুলিশ দৈনিক নিউ এজ পত্রিকা অফিসে এক অভিযান চালাবার উদ্যোগ নিযেছিল।

RELATED ARTICLES

আরও

Recent Comments