Friday, December 27, 2024
Homeসংবাদ ও প্রেস বিজ্ঞপ্তিপার্টি ও সংগঠন সংবাদবাসদ (মার্কসবাদী) ২৩ মে সারাদেশে বিক্ষোভের ডাক দিয়েছে

বাসদ (মার্কসবাদী) ২৩ মে সারাদেশে বিক্ষোভের ডাক দিয়েছে

10300638_824737304262319_8214257254100459020_nমানব পাচারকারী সিন্ডিকেটের গডফাদারদের গ্রেফতার-বিচার ও সাগরে ভাসমান বাংলাদেশীদের ফিরিয়ে এনে পুনর্বসান করতে হবে

বাংলাদেশের সমাজতন্ত্রিক দল (মার্কসবাদী)-র উদ্যোগে মানব পাচারকারী সিন্ডিকেটের গডফাদারদের চিহ্নিত করে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি, পাচারের শিকার অথবা নিখোঁজ, নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ ও পুনর্বাসন, সাগরে ভাসমান ও কারাগারে আটক বাংলাদেশীদের দেশে ফিরিয়ে এনে পুনর্বাসনের দাবিতে আগামী ২৩ মে ২০১৫ সারাদেশে বিক্ষোভ কর্মসূচি পালিত হবে।

বাসদ (মার্কসবাদী) কেন্দ্রীয় কার্য পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক কমরেড মুবিনুল হায়দার চৌধুরী এই বিক্ষোভ কর্মসূচীতে সফল করার জন্য সারাদেশের নেতা-কমর্ী ও পাটর্ি সমর্থকদের প্রতি আহ্বান জানিয়েছেন।

RELATED ARTICLES

আরও

Recent Comments