Tuesday, December 24, 2024
Homeসংবাদ ও প্রেস বিজ্ঞপ্তিপার্টি ও সংগঠন সংবাদবিয়ের বয়স কমানোর নির্দেশনা প্রত্যাখ্যান করেছে নারীমুক্তি কেন্দ্র

বিয়ের বয়স কমানোর নির্দেশনা প্রত্যাখ্যান করেছে নারীমুক্তি কেন্দ্র

রংপুর নারীমুক্তি ২৪ আগষ্ট ২০১৪বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের সভাপতি সীমা দত্ত ও সাধারণ সম্পাদক মর্জিনা খাতুন এক বিবৃতিতে ১৫ সেপ্টেম্বর’ ১৪ মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় ‘বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৪’ – এর খসড়ায় বিবাহের বয়স কমানোর যে নির্দেশ দিয়েছেন তা প্রত্যাখ্যান করেছেন। তারা বলেন, জাতিসংঘের শিশু অধিকার সনদে বলা হয়েছে ১৮ বছরের নিচে সকল মানব সন্তান শিশু। আবার আমাদের দেশের “শিশু আইন ২০১৩” এর ৪ ধারায় উল্লেখ আছে ‘বিদ্যমান অন্য কোন আইনে ভিন্নতর যাহা কিছুই থাকুক না কেন, এই আইনের উদ্দেশ্যপূরণকল্পে অনুর্ধ্ব ১৮ (আঠার) বৎসর বয়স পর্যন্ত সকল ব্যক্তি শিশু হিসাবে গণ্য হবে।’ কারন দেহ মনে বিকশিত হওয়ার জন্য এই বয়সটি সার্বজনীনভাবে নির্দিষ্ট করা হয়েছে। শিশু অধিকার সনদ যদি মানবাধিকার সনদ হয়ে থাকে তাহলে প্রধানমন্ত্রী কি এই নির্দেশনার মাধ্যমে মানবাধিকার লঙ্ঘন করলেন না? তাছাড়া যুক্তরাজ্যের যে উদাহরণ এখানে আনা হয়েছে তাও অযৌক্তিক। যেখানে দেশের আর্থ-সামাজিক উন্নয়নের জন্য সরকারের নানামুখী পদক্ষেপ নেয়া দরকার সেখানে তা না করে মানুষকে কূপম-ুকতার দিকে ঠেলে দিচ্ছে। নেতৃবৃন্দ অবিলম্বে এই নির্দেশনা তুলে নিতে প্রধানমন্ত্রীর কাছে দাবী জানান।

RELATED ARTICLES

আরও

Recent Comments