বীরকন্যা প্রীতিলতার ৮৩ তম আত্মাহুতি দিবস স্মরণে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী) চট্টগ্রাম জেলা শাখা আজ নগরীর পাহাড়তলীস্থ প্রীতিলতা ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পন করে। পুষ্পস্তবক অর্পন শেষে প্রীতিলতা ভাস্কর্য চত্বরে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, বাসদ (মার্কসবাদী) চট্টগ্রাম জেলা শাখার সদস্য সচিব অপু দাশগুপ্ত, সদস্য শফি উদ্দিন কবির আবিদ ও রফিকুল হাসান।
বক্তারা বলেন, “১৯৩২ সালের ২৪ সেপ্টেম্বর মাস্টারদা সূর্য সেনের নির্দেশে বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের নেতৃত্বে বিপ্লবীরা পাহাড়তলীস্থ ইউরোপিয়ান ক্লাব আক্রমণ করেন এবং আক্রমণ শেষে প্রীতিলতা ক্লাবের সম্মুখে শহীদি আত্মোৎসর্গ করেন। প্রীতিলতা বিপ্লবী আন্দোলনের প্রথম নারী শহীদ। এদেশের তরুণ সমাজের সামনে আজ এ চরিত্রগুলো বিস্মৃতপ্রায়। এদেশের শাসকগোষ্ঠী আজ তরুণ সমাজকে অপসংস্কৃতি, মাদক, পর্ণোগ্রাফিতে ডুবিয়ে রেখে তাদের সমস্ত নীতি-নৈতিকতা, মূল্যবোধ, দেশপ্রেম ধ্বংস করে দিতে চাইছে। প্রীতিলতা, সূর্য সেন সহ অগ্নিযুগের সকল বিপ্লবীদের আত্মত্যাগের ইতিহাস যুগ যুগ ধরে সকল অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবার প্রেরণা যুগিয়ে আসছে। কিন্তু শাসকগোষ্ঠী বিপ্লবীদের সংগ্রামের ইতিহাস তুলে ধরা কিংবা তাঁদের স্মৃতি বিজড়িত স্থানসমূহ সংরপক্ষণ করার কোন উদ্যোগ গ্রহণ করেনি, বরং যতটুকু স্মৃতিচিহ্ন অবশিষ্ট আছে সেগুলোও ধবংস করার পাঁয়তারা করছে।”
নেতৃবৃন্দ ইউরোপীয়ান ক্লাব থেকে ডি.ই.এন অফিস অপসারণ করে ‘প্রীতিলতা আর্কাইভে’ রুপান্তর করার জোর দাবি জানান।