Monday, December 23, 2024
Homeসংবাদ ও প্রেস বিজ্ঞপ্তিপার্টি ও সংগঠন সংবাদভেনিজুয়েলায় মার্কিন হস্তক্ষেপের প্রতিবাদে বাসদ (মার্কসবাদী)'র বিক্ষোভ কর্মসূচী

ভেনিজুয়েলায় মার্কিন হস্তক্ষেপের প্রতিবাদে বাসদ (মার্কসবাদী)'র বিক্ষোভ কর্মসূচী

venez-actions012519
বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী)’র উদ্যোগে আগামীকাল ১ ফেব্রুয়ারি ২০১৯ শুক্রবার বিকাল সাড়ে ৪টায় জাতীয় প্রেসক্লাব চত্বরে স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র ভেনিজুয়েলার উপর মার্কিন সাম্রাজ্যবাদী শক্তির হস্তক্ষেপের প্রতিবাদ জানিয়ে মিছিল-সমাবেশ এবং পরবর্তীতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কুশপুত্তলিকা দাহ কর্মসূচি অনুষ্ঠিত হবে। দলের সাধারণ সম্পাদক কমরেড মুবিনুল হায়দার চৌধুরী এই কর্মসূচিতে নেতৃত্ব দিবেন।
বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী)’র সাধারণ সম্পাদক কমরেড মুবিনুল হায়দার চৌধুরী এ ব্যাপারে বলেন, “মাদুরোর নেতৃত্বে ভেনিজুয়েলা সরকার সম্পদ লুণ্ঠনকারী সাম্রাজ্যবাদীদের কাছে কখনও মাথা নত করতে রাজি নয়। সার্বভৌমত্ব বজায় রেখে দেশের জাতীয় সম্পদ রক্ষার জন্য তারা বদ্ধপরিকর। কিন্তু বর্তমান মার্কিন সাম্রাজ্যবাদ সম্পদ লুণ্ঠনের স্বার্থে এবং ভেনিজুয়েলার উপর তাদের আধিপত্য বিস্তারের জন্যে রাষ্ট্রের ভেতরে পাল্টা শক্তির পৃষ্টপোষকতা করে যাচ্ছে। এমনকী মাদুরো সরকারের পতন ঘটিয়ে তারা তাদের বশংবদ সরকারের পরিকল্পনা পর্যন্ত করছে। ইতোমধ্যে আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা ও সচেতন ব্যক্তিবর্গ এর প্রতিবাদ জানিয়েছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধ-তৎপরতা ও সম্পদ লুণ্ঠনের ষড়যন্ত্র-কৌশল বিশ্বব্যাপী উন্মোচিত। ফলে ভেনিজুয়েলার উপর মার্কিনী সাম্রাজ্যবাদী শক্তির এই ঘৃণ্য হস্তক্ষেপ বিশ্বের শান্তিকামী-সচেতন মানুষেরা কোনোভাবেই মেনে নেবে না। এমতাবস্থায় ভেনিজুয়েলার উপর সাম্রাজ্যবাদী মার্কিন যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপের প্রতিবাদে সকলকেই এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি।”
RELATED ARTICLES

আরও

Recent Comments