সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে সাম্প্রদায়িক সন্ত্রাস বন্ধের দাবিতে আজ ১৩ জানুয়ারি সকাল ১১টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ভাস্কর্য চত্বরে এক মানববন্ধন আয়োজন করা হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন জবি শাখার সভাপতি মাসুদ রানা, সাধারণ সম্পাদক মেহরাব আজাদ, সাংগঠনিক সম্পাদক কিশোর কুমার সরকার এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক কৃষ্ণ বর্মণ।
নেতৃবৃন্দ বলেন, আওয়ামী লীগ ও বিএনপি’র জনস্বার্থ বিবর্জিত রাজনীতির বলি হচ্ছে দেশের হিন্দু সম্প্রদায়ের মানুষ। তাদের ঘর-বাড়ি, ব্যবসায় প্রতিষ্ঠানে লুটপাট ও অগ্নিসংযোগ করা হচ্ছে। নারী ও শিশুদের ওপর নির্মম অত্যাচার চালানো হচ্ছে। শাসকগোষ্ঠীর জনস্বার্থবিরোধী রাজনীতি ও রাজনীতিতে ধর্মের ব্যবহারের কারণে সাম্প্রদায়িকতা ভয়াবহ রূপ ধারণ করেছে। সাম্প্রদায়িক নির্যাতনের ঘটনায় সরকারের ব্যর্থতা অত্যন্ত স্পষ্ট। নেতৃবৃন্দ ছাত্রসমাজসহ সমাজের সকল গণতান্ত্রিক অসাম্প্রদায়িক চিন্তা-চেতনার মানুষের প্রতি সাম্প্রদায়িক সন্ত্রাস প্রতিরোধে পাড়ায় মহল্লায় শিক্ষাপ্রতিষ্ঠানে সাম্প্রদায়িকতা প্রতিরোধ কমিটি গড়ে তোলার আহ্বান জানান। সমাবেশ থেকে সাম্প্রদায়িক সন্ত্রাস, হামলা, লুটতরাজ, নারী নির্যাতনের সঙ্গে জড়িতদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানানো হয়।