মদন মোহন কলেজকে সরকারিকরণ করা, সম্মানে বিজ্ঞান বিভাগ চালু , ছাত্র বেতন-ফি কমানো এবং ক্যাম্পাসে শহীদদের স্মৃতিফলক নির্মানের দাবিতে ১৫ জানুয়ারি’১৪ সকাল ১১.৩০টায় ক্যাম্পাসে মিছিল সমাবেশ করেছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট মদন মোহন কলেজ শাখা। কলেজ শাখার আহ্বায়ক লিপন আহমেদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রুবেল মিয়ার পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সিলেট নগর শাখার সভাপতি ছাত্র নেতা রেজাউর রহমান রানা, কলেজ শাখার সদস্য প্রণব সিংহ প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, ঐতিহ্যবাহী মদন মোহন কলেজ সিলেট অঞ্চলের শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে, কিন্তু আজ সেই কলেজ যেন বয়সের ভারে জীর্ন। কলেজে একদিকে যেমন দফায় দফায় ছাত্র বেতন বাড়ছে, তার সাথে পাল্লা দিয়ে বাড়ছে ভর্তি বানিজ্য। সম্প্রতি পত্র পত্রিকায় প্রকাশিত খবরে কলেজের এই চিত্র প্রকাশিত হয়েছে। অথচ মদন মোহন কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল সাধারন মানুষের মধ্যে সহজে শিক্ষার অধিকার পৌছে দেয়ার জন্যে। বর্তমান অবস্থায় তাই ক্রমেই সধারণ মানুষের জন্যে এই কলেজে দ্বার বন্ধ হয়ে যাচ্ছে। বর্তমানে কলেজে স্থায়ী শিক্ষকের স্বল্পতায় নিয়মিত ক্লাসই হয় না, আবার পানীয় জলের অভাব থেকে শুরু করে পরিবহন-আবসনসহ ক্যাম্পাসের নূন্যতম সুযোগটুকুও ছাত্ররা পায় না। আবার মাত্র ৬টি বিভাগে অর্নাস চালু আছে, যা বিষয় বৈচিত্র্যের দিক থেকে এই ঐতিহ্যবাহী কলেজটিকে প্রাণহীন করে তুলেছে। তাই কলেজে বিজ্ঞান বিভাগসহ নতুন নতুন বিভাগ চালু আজ সময়ের দাবি। কিন্তু এই সমস্থ সমস্যার সমাধান হবে একমাত্র কলেজকে সরকারিকরনের মাধ্যমে। কলেজের ঐতিহ্য, অবকাঠামো এবং ছাত্র শিক্ষকসহ সিলেটের জনসাধারনের আকাঙ্খা সবই মদন মোহন কলেজকে সরকারিকরনের দাবিকে যৌক্তিক করে তুলেছে। বক্তরা অবিলম্বে মদন মোহন কলেজেকে সরকারিকরণ করা, সম্মানে বিজ্ঞান বিভাগ চালু , ছাত্র বেতন-ফি কমানো এবং ক্যাম্পাসে শহীদদের স্মৃতিফলক নির্মানের দাবিতে ঐক্যবদ্ধ ছাত্র আন্দোলন গড়ে তুলার আহ্বান জানান।