Thursday, January 9, 2025
Homeসংবাদ ও প্রেস বিজ্ঞপ্তিপার্টি ও সংগঠন সংবাদমদন মোহন কলেজকে সরকারিকরণের ঘোষণা বাস্তবায়নের দাবি

মদন মোহন কলেজকে সরকারিকরণের ঘোষণা বাস্তবায়নের দাবি

IMG_3252 copy 2

মদন মোহন কলেজকে সরকারিকরণের প্রধানমন্ত্রীর ঘোষণা কার্যকর করার দাবিতে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট মদন মোহন কলেজ শাখা ২৩ জুলাই সকাল ১১ টায় ক্যাম্পাসে মিছিল-সমাবেশ করে। কলেজ শাখার সাধারণ সম্পাদক রুবেল মিয়ার সভাপতিত্বে এবং সদস্য পলাশ কান্ত দাশের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন সংগঠন সিলেট নগর শাখার সভাপতি রেজাউর রহমান রানা, কলেজ শাখার সদস্য সজিবুর রহমান প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, ঐতিহ্যবাহী মদন মোহন কলেজকে সরকারিকরনের দাবিতে আমাদের সংগঠন দীর্ঘ ধারাবাহিক আন্দোলন পরিচালনা করার প্রেক্ষিতে গত ২১ জানুয়ারি ’১৬ প্রধানমন্ত্রী সরকারিকরণের ঘোষণা দিয়েছিলেন। প্রধানমন্ত্রীর ঘোষণায় আমরা আশান্বিত হয়েছিলাম যে অচিরেই সরকার প্রধানের ঘোষণা কার্যকর হবে। কিন্তু আশ্চর্যজনকভাবে আমরা লক্ষ্য করলাম, কিছুদিন আগে সরকার ১৯৯টি কলেজকে সরকারি ঘোষণা করেছে যেখানে মদন মোহন কলেজের নাম নেই। কলেজের ঐতিহ্য-অবকাঠামোসহ সমস্ত আয়োজন থাকা সত্ত্বেও এবং এই অঞ্চলের ছাত্র শিক্ষক অভিভাবকসহ সর্বস্তরের মানুষের আকাঙ্খা থাকার পরেও কলেজকে এখনও পর্যন্ত সরকারিকরণ না করা এই কলেজের ১০ সহস্রাধিক শিক্ষার্থীর সাথে প্রহসন ছাড়া আর কিছু নয়।

বক্তারা আবিলম্বে মদন মোহন কলেজকে সরকারিকরনের প্রধানমন্ত্রীর ঘোষণা কার্যকর করার দাবি জানান।

RELATED ARTICLES

আরও

Recent Comments