Monday, December 23, 2024
Homeসংবাদ ও প্রেস বিজ্ঞপ্তিপার্টি ও সংগঠন সংবাদমদ-জুয়া-অপসংস্কৃতি, যাত্রার নামে অশ্লীল নৃত্য বন্ধের দাবিতে নারীমুক্তির মানববন্ধন

মদ-জুয়া-অপসংস্কৃতি, যাত্রার নামে অশ্লীল নৃত্য বন্ধের দাবিতে নারীমুক্তির মানববন্ধন

Gaibandha_Nari Mukti_22.02
গাইবান্ধা জেলার রামচন্দ্রপুর ইউনিয়নের বালুয়া বাজারে নারীমুক্তির মাববন্ধন

গাইবান্ধা জেলার রামচন্দ্রপুর ইউনিয়নের বালুয়া বাজারে মদ -জুয়া -অপসংস্কৃতি -অশ্লীলতা, যাত্রার নামে অশ্লীল নৃত্য বন্ধের দাবিতে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্র বালুয়া অঞ্চল শাখার উদ্যোগে মানববন্ধন। মানববন্ধন চলা কালে বক্তব্য রাখেন, বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের জেলা সভাপতি অধ্যাপক রোকেয়া খাতুন, সদর উপাজেলা নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের জেলা সাধারণ সম্পাদক নিলুফার ইয়াসমিন শিল্পী, বাসদ নেতা আবু রায়হান শাফিউল্লা, বাসদ সংগঠক সবুজ, শাহিন।
অধ্যাপক রোকেয়া খাতুন বলেন, মদ -গাজা -ফেনসিডিল -ইয়াবা আজ গ্রাম গঞ্জে প্রকাশ্যে বিক্রি করা হচ্ছে। যাত্রার নামে অশ্লীল নৃত্য পরিবেশন করা হচ্ছে এর ফলে যুব সমাজ নষ্ট হয়ে যাচ্ছে। স্কুলে যেতে মেয়েরা বিভিন্ন ভাবে হয়রানির শিকার হচ্ছে। ইয়াবার নেশায় পড়ে ঐশীর মতো মেয়ে জন্ম নিচ্ছে। বালুয়া বাজারের পাশে অবাধে জুয়া চলছে। তিনি এসব বন্ধে প্রশাসনের কার্যকর ব্যাবস্থা গ্রহণের আহবান জানান।

RELATED ARTICLES

আরও

Recent Comments