Sunday, January 12, 2025
Homeসংবাদ ও প্রেস বিজ্ঞপ্তিপার্টি ও সংগঠন সংবাদযশোরের অভয়নগরে দর্জি শ্রমিক ফেডারেশনের  আন্দোলনে বিজয়

যশোরের অভয়নগরে দর্জি শ্রমিক ফেডারেশনের  আন্দোলনে বিজয়

IMG_20180601_203423 copy
দর্জি শ্রমিক ফেডারেশন, অভয়নগর উপজেলা শাখার নেতৃত্বে দর্জি  শ্রমিকদের আন্দোলনে বিজয় অর্জিত হয়েছে। ৪০ ভাগ মজুরি-বোনাস বৃদ্ধি, নিয়োগপত্র- পরিচয় পত্র প্রদান ও চিকিৎসা ভাতার দাবিতে  গত ২৪ মে বিকাল থেকে আন্দোলন শুরু হয়।  শ্রমিকদের পক্ষ থেকে ২৮ মে পর্যন্ত সময় দেয়া হয়। এর মধ্যেই চলে মিছিল-সমাবেশ। এক পর্যায়ে মালিকপক্ষ আলোচনার প্রস্তাব দেয়।
দর্জি শ্রমিক ফেডারেশনের অভয়নগর উপজেলা শাখার সভাপতি শ্রমিক নেতা শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আজিবর রহমান, কোষাধ্যক্ষ  বিধান শাহ, যুগ্ম সম্পাদক মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক অমিত দাস এবং বাংলাদেশ শ্রমিক কর্মচারী  ফেডারেশন অভয়নগর উপজেলা  শাখার সভাপতি ও দর্জি শ্রমিক ফেডারেশনের উপদেষ্টা কমরেড কিশোর অধিকারীর নেতৃত্বে অালোচনার এক পর্যায়ে  অভয়নগর উপজেলা টেইলারিং মালিক সমিতি ৯ ভাগ বেতন-বোনাস বৃদ্ধি করাতে সম্মত হয়।
RELATED ARTICLES

আরও

Recent Comments