Sunday, November 24, 2024
Homeসংবাদ ও প্রেস বিজ্ঞপ্তিপার্টি ও সংগঠন সংবাদযশোরের নওয়াপাড়ায় রেল ভাড়া বৃদ্ধির সুপারিশের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

যশোরের নওয়াপাড়ায় রেল ভাড়া বৃদ্ধির সুপারিশের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

2016-02-06 17.26.18 copy

নওয়াপাড়া রেল স্টেশন চত্ত্বরে রেলে ভাড়া বৃদ্ধির সরকারি পরিকল্পনার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী) এর যশোর জেলা শাখার সমন্বয়ক কমরেড হাসিনুর রহমান, অভয়নগর থানা শাখার সদস্য সচিব রীপন আহমেদ, সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্টের সদস্য ইনতাজ আলি মোল্লা। আরও বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট যশোর শহর কমিটির সহসভাপতি কৃষ্ণেন্দু মন্ডল ও এম এম কলেজ শাখার সভাপতি পলাশ পাল। সমাবেশের সভাপতিত্ব করেন বাসদ (মার্কসবাদী)  এর অভয়নগর থানা শাখার আহ্বায়ক কিশোর অধিকারী ও অনুষ্ঠান সঞ্চালনা করেন রীপন আহমেদ।

সমাবেশে বক্তারা বলেন, রেলের ভাড়া বাড়ানোর মাধ্যমে দেশের সেবা খাতগুলোকে বেসরকারিকরণ  ও বানিজ্যিকিকরণের দিকে ঠেলে দেওয়ার পায়তাঁরা চলছে। এবং সর্বসাধারনের সচেতন আন্দোলন প্রতিবাদই পারে এধরনের অন্যায্য অপচেষ্টা রুখে দিতে।

RELATED ARTICLES

আরও

Recent Comments